প্রকাশক দীপন হত্যা এবং প্রকাশক ও ব্লগার টুটুলসহ তিন জনের ওপর হামলার প্রতিবাদে ব্রাহ্মণবাড়িয়ায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করা হয়েছে।
আজ শুক্রবার ১২টার দিকে জেলা সম্মিলিত সাংস্কৃতিক জোটের উদ্যোগে স্থানীয় প্রেসক্লাবের সামনে এ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সম্মিলিত সাংস্কৃতিক জোট ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার সভাপতি আবদুন নূরের নেতৃত্বে বিক্ষোভ মিছিলটি বের করা হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে প্রেসক্লাবের সামনে গিয়ে শেষ হয়।
পরে সেখানে এক সমাবেশে অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তব্য রাখেন ঘাতক দালাল নির্মূল কমিটির জেলা শাখার সভাপতি কবি জয়দুল হোসেন, সিপিবি’র সাধারণ সম্পাদক সাজিদুল ইসলাম এবং ওয়ার্কার্স পার্টির সম্পাদক অ্যাডভোকেট কাজী মাসুদ।
সমাবেশে বক্তারা প্রকাশক, ব্লগার ও লেখকদের ওপর হামলার সঙ্গে জড়িতদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
রাকিবুল হাসান নুর, ব্রাহ্মণবাড়িয়া
||আপডেট: ০৬:৪৮ পিএম, ০৬ নভেম্বর ২০১৫, শুক্রবার
এমআরআর
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur