চাঁদপুর সদরে বার্ষিক তাবু বাস ও দীক্ষা অনুষ্ঠান ২০২৫ শুরু
চাঁদপুর সদরের বাবুরহাট উচ্চ বিদ্যালয় ও কলেজে বার্ষিক তাবু বাস ও দীক্ষা অনুষ্ঠান ২০২৫ শুরু ২১ আগস্ট বৃহস্পতিবার । আলোচনায় সভাপতিত্ব করেন অধ্যক্ষ মোশাররফ হোসেন।
এ ব্যাপারে আলোচনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা স্কাউটস সম্পাদক মোহাম্মদ হোসেন, জেলা স্কাউটস সহকারী পরিচালক পূরবী সরকার, জেলা স্কাউটস লিডার অধ্যাপক মোহাম্মদ ওয়ালিদ হোসেন খান এএলটি ও জেলা মাদক নিয়ন্ত্রণ পরিদর্শক।
এ ছাড়াও এ এর টি বিউটি বেগম, উডব্যাজার মো.হাসিব খান,সাদিয়া আফরিন ও তাবু বাসে স্কাউটসগণ ।
২১ আগস্ট থেকে ২৩ আগস্ট ৩ দিনে স্কাউটস আইন প্রতিজ্ঞা, প্রাথমিক প্রতিবিধান, হাইকিং, ট্রুপ মিটিং,খেলাধুলা, ইত্যাদি স্কাউটস বেসিক প্রশিক্ষণ গ্রহণ করবে।
২২ আগস্ট ২০২৫
এজি