Home / আন্তর্জাতিক / দিল্লিতে একদিনে মৃত ১১৮, মাস্ক না পড়লে ২০০০ রুপি জরিমানা
দিল্লিতে
করোনাভাইরাসের প্রতিকি ছবি

দিল্লিতে একদিনে মৃত ১১৮, মাস্ক না পড়লে ২০০০ রুপি জরিমানা

ভারতের রাজধানী দিল্লিতে করোনাভাইরাসের সংক্রমণ বেড়েই চলেছে। মূল দিল্লি এলাকা ছাড়িয়ে জাতীয় রাজধানী (এনসিআর) অঞ্চলেও প্রভাব ফেলতে শুরু করেছে সংক্রমণ।

দিল্লিতে করোনায় এখন পর্যন্ত মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে আট হাজার ১৫৯ জনে। শুক্রবার রাতের পরিসংখ্যান অনুযায়ী, এদিন দিল্লিতে মৃত্যু হয়েছে ১১৮ জনের।

একই সময়ে নতুন করে আক্রান্ত হয়েছেন ছয় হাজার ৬০৮ জন। এ নিয়ে দিল্লিতে মোট সংক্রমণের সংখ্যা পৌঁছেছে পাঁচ লাখ ১৭ হাজারে।

দিল্লিতে যে প্রতিদিন করোনা সংক্রমণ বাড়ছে তাই না, করোনায় মারা যাওয়া লোকের সংখ্যাও রেকর্ড ভাঙছে।

শুক্রবার প্রকাশিত তথ্যানুযায়ী, দিল্লির পার্শ্ববর্তী নয়ডায় এই মুহূর্তে করোনার এক হাজার ৪০০টিরও বেশি সক্রিয় সংক্রমণ রয়েছে। নয়ডায় এখন পর্যন্ত মোট আক্রান্ত হয়েছেন ২১ হাজার ও মোট মৃত্যু হয়েছে ৭৪ জনের।

এদিকে করোনা সংক্রমণরোধে মাস্ক না পরলে দুই হাজার রুপি জরিমানা করা হবে বলে জানিয়েছেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল।

বৃহস্পতিবার এ ঘোষণা দেন তিনি। তবে আজ থেকে এ নির্দেশ কার্যকর করা হবে।করোনা সংক্রমণে লাগাম পরাতে এমন কড়া সিদ্ধান্ত নিয়েছেন দিল্লির মুখ্যমন্ত্রী। এ সিদ্ধান্তকে যথাযথ মনে করছেন বিশেষজ্ঞরা।

মাস্ক না পরলে এর আগেও জরিমানার বিধান ছিল দিল্লিতে। তবে সেটা ছিল ৫০০ রুপি। এবার তা চারগুণ বাড়ালো দিল্লির সরকার।

জরিমানার অংক বাড়ানোর পাশাপাশি রাজনৈতিক দল এবং সামাজিক সংগঠনগুলোকে মাস্ক বিতরণের আহ্বান জানিয়েছেন কেজরিওয়াল।