আজ ১৯ নভেম্বর বিশ্ব টয়লেট দিবস। শতভাগ টয়লেট সুবিধা নিশ্চিতকরণের বিষয়টি মাথায় রেখে বিশ্বের বিভিন্ন দেশ দিবসটি পালন করে থাকে। প্রতি বছরের মতো এবার সারাবিশ্বের সঙ্গে বাংলাদেশে দিবসটি পালিত হচ্ছে। গেল প্রায় দু যুগ ধরেই দিবসটি পালন করা হলেও দেশে এখনও শতভাগ মানুষের স্যানিটারি টয়লেট নিশ্চিত করা যায়নি।
বিশেষ করে ঢাকাসহ বিভাগীয় ও জেলা শহরগুলোতে পর্যাপ্ত পাবলিক শৌচাগার নেই। যেগুলো রয়েছে সেগুলোতেও সেবার চেয়ে বেশি ‘ব্যবসা করা’ হচ্ছে বলেও অভিযোগ রয়েছে। ফলে অতি জরুরি এই সেবা থেকে বঞ্চিত হচ্ছেন সাধারণ মানুষ।
তবে সিটি করপোরেশন বলছে, তারা নাগরিকদের জন্য পাবলিক টয়লেট নিশ্চিত করতে কাজ করছে। এরই মধ্যে শতাধিক আধুনিক টয়লেট নির্মাণ করা হয়েছে। নির্মাণাধীন আরও অর্ধশতাধিক।
রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে স্থাপিত টয়লেটগুলোতে নারী ও পুরুষদের জন্য আলাদা চেম্বার,হাত ধোয়ার ব্যবস্থা,বিশুদ্ধ খাবার পানি,সার্বক্ষণিক বিদ্যুৎ সুবিধা,স্যানিটারি ন্যাপকিন,উন্নতমানের আয়না,সিসি ক্যামেরাসহ পেশাদার পরিচ্ছন্নতাকর্মী ও নারী কেয়ারটেকারের ব্যবস্থাও রয়েছে।
এ ছাড়া প্রতিবন্ধীদের জন্য রয়েছে বিশেষ ব্যবস্থা। পরিচ্ছন্নতার স্বার্থে জুতা খুলে ভেতরে রাখা স্যান্ডেল পরে ব্যবহার করতে হয় এসব শৌচাগার।
স্থানীয় সরকার সিটি করপোরেশন আইনে বলা হয়েছে, করপোরেশন তার নিয়ন্ত্রণাধীন এলাকায় পুরুষ এবং নারীদের জন্য পর্যাপ্ত পৃথক পায়খানা ও প্রস্রাবখানা নির্মাণ এবং তা যথাযথভাবে পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার ব্যবস্থা করবে। তবে অনেক এলাকায় জায়গা না পাওয়ায় পাবলিক টয়লেট নির্মাণ করা সম্ভব হচ্ছে না বলে জানিয়েছে সিটি করপোরেশন।
বার্তা কক্ষ , ১৯ নভেম্বর ২০২১
এজি
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur