‘দক্ষ যুব সমৃদ্ধ দেশ;বঙ্গবন্ধুর বাংলাদেশ’-এ প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে ফরিদগঞ্জে উপজেলা যুব উন্নয়ন দপ্তরের আয়োজনে জাতীয় যুব দিবস পালিত হয়েছে।
সোমবার ১ নভেম্বর উপজেলা পরিষদ চত্বরে এ উপলক্ষে রেলি,আলোচনা সভা ও যুব ঋণ বিতরণ করা হয়েছে।
সকালে উপজেলা পরিষদ চত্বর থেকে রেলি বের হয়ে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদে এসে শেষ হয়। এরপরে পরিষদের মিলনায়তনে আলোচনা সভা শেষে ১৮ জন যুব উদ্যোক্তার মঝে ৭ লাখ টাকা যুব ঋণ বিতরণ করা হয়।
এ সময় উপজেলা যুব উন্নয়ন অফিসার ইব্রাহিম মিয়ার সভাপতিত্বে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার শিউলি হরি,উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যন জিএস তসলিম,সমাজসেবা কর্মকর্তা মাহমুদুল হাসান,ফরিদগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুস ছোবান লিটন,উপজেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক সুলতান আহম্মদ রিপনসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও প্রশিক্ষণ প্রাপ্ত যুবরা উপস্থিত ছিলেন।
শিমুল হাসান ,১ নভেম্বর ২০২১
এজি
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur