চাঁদপুরের মতলব দক্ষিণে ৪ ডিসেম্বর মতলব মুক্ত দিবস,১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবি দিবস ও ১৬ ডিসেম্বর বিজয় দিসস উদযাপন উপলক্ষে প্রস্তুতি মুলক সভা অনুষ্ঠিত হয়। উপজেলা প্রশাসনের আয়োজনে রবিবার (৩০ নভেম্বর) সকাল সাড়ে ১০ টায় উপজেলা পরিষদ মিলনায়তনে প্রস্তুতিমুলক সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার আমজাদ হোসেন।
এসময় বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) মুনতাহিনা পৃথুলা, মতলব দক্ষিণ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ সালেহ আহমেদ, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি অধ্যাপক মোঃ রুহুল আমিন খান, উপজেলা বিএনপির সভাপতি ও মতলব পৌরসভার সাবেক মেয়র এনামুল হক বাদল, উপজেলা জামায়াতে ইসলামীর আমীর আব্দুর রশিদ পাটোয়ারী, মতলব পৌর বিএনপির সাবেক আহবায়ক মোজাম্মেল হক খোকন, মতলব পৌর কমিউনিটি পুলিশের সভাপতি গনেশ ভৌমিক, মতলব প্রেসক্লাবের আহবায়ক আমির খসরু প্রধান, মতলব দক্ষিণ উপজেলা যুবদলের আহবায়ক মোজাহিদুল ইসলাম কিরণ, মতলব সরকারি কলেজের বাংলা বিভাগের সহকারী অধ্যাপক আইনুন নাহার কাদরী, মতলব বাজার বনিক ও জনকল্যাণ সমিতির ভারপ্রাপ্ত সভাপতি মজিবুর রহমান সরকার,মতলবগন্জ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কাজী মোহাম্মদ শাহআলম, উপাদী উত্তর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ শহীদ উল্লাহ প্রধান, মতলব মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুইটি আক্তার,এনসিপির মতলব দক্ষিণ উপজেলার সমন্বয়ক ডিএম আলাউদ্দিন প্রমুখ।
উক্ত প্রস্তুতিমূলক সভায় আগামী চৌঠা ডিসেম্বর মতলব মুক্ত দিবস, ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস ও ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস যথাযোগ্য মর্যাদায় উদযাপন উপলক্ষে ব্যাপক প্রস্তুতি গ্রহণের সিদ্ধান্ত নেওয়া হয়।
প্রতিবেদক: মাহফুজ মল্লিক/
৩০ নভেম্বর ২০২৫
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur