Home / উপজেলা সংবাদ / মতলব দক্ষিণ / দিনে বিএনপি, রাতে আ.লীগ এমন লোকদের সদস্য করা যাবে না : বাদল 
বিএনপি

দিনে বিএনপি, রাতে আ.লীগ এমন লোকদের সদস্য করা যাবে না : বাদল 

চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার নারায়ণপুর ইউনিয়ন বিএনপি এবং অঙ্গ সংগঠন আয়োজিত বিএনপির সদস্য নবায়ন ও নতুন সদস্য সংগ্রহ কর্মসূচীর উদ্ধোধনী অনুষ্ঠান শুক্রবার (২২ আগস্ট)  বিকেলে  রসুলপুর পূর্বপাড়া আল ইকরা ইন্টারন্যাশনাল মাদ্রাসা প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। 

এসময় অনুষ্ঠানের প্রধান অতিথি মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সভাপতি ও মতলব পৌরসভার সাবেক মেয়র এনামুল হক বাদল বলেন, যারা দিনের বেলা বিএনপি করেছে আর রাতের বেলা আওয়ামী লীগ করেছে এমন লোকদের দলের সদস্যপদ নবায়ন করতে দেয়া যাবে না। 
তিনি বলেন, আওয়ামী লীগের নেতাকর্মীদের সঙ্গে ছবি থাকলে তাদের সদস্যপদও নবায়ন হবে না।

দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্য করে এনামুল হক বাদল  বলেন, আপনারা সকলে সতর্ক থাকবেন কোনো আওয়ামী লীগ যাতে সদস্য ফরম নবায়ন করতে না পারে। যদি আওয়ামী লীগের সাথে ছবি থাকে তার সদস্য ফরম নবায়ন করা যাবে না। গত ১৭ বছরে বিএনপির পক্ষে বাংলাদেশের গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য যারা আন্দোলন করেছে সংগ্রাম করেছে এবং আমাদের দলের যারা নির্যাতিত ত্যাগী নেতাকর্মী রয়েছেন তাদেরকে সবার আগে এই সদস্যপদ নবায়ন করা হবে।

এসময় তিনি বলেন, এই সদস্য নবায়নের মাধ্যমে যারা পরিচ্ছন্ন, যারা যোগ্য এবং যারা ভালো মানুষ আমরা সেই লোকগুলোকে বাছাই করে নিয়ে আসতে পারব। কারণ আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, আমরা ভবিষ্যৎতে একটি স্বচ্ছ পরিচ্ছন্ন নিরপেক্ষ ও সুষ্ঠু ধারার রাজনীতির পরিবেশ তৈরি করতে চাই।

 তিনি আরো বলেন, বিগত ফ্যাসিস্ট  আওয়ামী লীগ সরকার আমলে  আমাদের দলের শত শত নেতাকর্মী মিথ্যা মামলার শিকার হয়ে কারাবাস করেছে। তখন নেতাকর্মীদের পাশে থেকে সার্বিক খোঁজ খবর নিয়েছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য আলহাজ্ব ড. মোহাম্মদ জালাল উদ্দিন। তাই দুর্দিনে যিনি পাশে ছিলেন তার পাশেই নেতাকর্মী থাকবে। ১৭ বছর নেতাকর্মীরা অনেক অত্যাচার সহ্য করেছেন। তারপরও আপনারা সংগঠিত আছেন। বিএনপি রাতের ভোটে বিশ্বাস করে না, জনগণের ভালোবাসার ভোটে বিশ্বাস করে।” 

৪নং নারায়ণপুর ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি আনোয়ার হোসেন সরকারের সভাপতিত্বে এবং ৪নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক জসিম উদ্দিন মুন্সীর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মতলব দক্ষিণ পৌর বিএনপির সভাপতি মো. শোয়েব আহমেদ সরকার। 

উদ্বোধনী বক্তব্য রাখেন  মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সাবেক ভাইস চেয়ারম্যান শফিকুল ইসলাম সাগর। 

বিশেষ অতিথি হিসেবে আরও  বক্তব্য রাখেন—মতলব পৌর বিএনপির সাধারণ সম্পাদক মো. জাকির হোসেন প্রধান, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও উপজেলা যুবদলের আহ্বায়ক মো. মুজাহিদুল ইসলাম কিরণ,  উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. সাবের সিদ্দিকী,উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক মোঃ মিরান হোসেন মিয়াজি, উপজেলা  স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মো. নাসির হোসেন মিয়াজী, নারায়ণপুর ইউনিয়ন যুবদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ মাসুদ হাজী,মতলব পৌর ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহবায়ক সুমন পাটোয়ারী  প্রমুখ। আলোচনা শেষে সদস্য নবায়ন ও নতুন সদস্য সংগ্রহ কার্যাক্রমের উদ্ধোধন করা হয়।

প্রতিবেদক: মাহফুজ মল্লিক/২২ আগস্ট ২০২৫