একাকীত্বের গল্প
জীবনে বহুবার এসেছিলে অরনি
কতবার চৈতালী, কতবার বাসন্তী
সায়ন্তীকা,তুমি একবার আসোনি
একবার কেন মেঘের চাদোরে জড়াওনি
একবার জলে ভেজাওনি
কত স্নিগ্ধা, কত অর্পনা,রাত্রি -নিশী
আরো কত কে!!!
তুমি একবারো কেন আসনি বৃষ্টি?
এ কোনো ব্যর্থ সংলাপ অব্যাক্ত রিদয়ের
এক জমানো দীর্ঘ দীর্ঘশ্বাস
কোনো এক অজানা পথিকের গল্পের সংলাপ
অথোই জলের আস্থারনে থাকা শৈবালের কারাবাস।
আমার চাওতে কোনো প্রতিশ্রুতি নেই,
কোনো দায়বদ্ধতা নেই,
নেই কাছে থাকার অধিকার,বাধ্যবাধকতা —
মুক্ত পাখির উড়তে দেখে, আমারো উড়তে ইচ্ছে হোল –
রাতের সমস্থ অন্ধঁকার ঘিরে চারদিকে
তখন দু’টি গন্তব্য দুদিকে বেঁকে যায় তোমার
আমার মাঝখানে একই নক্ষত্রের তলে
এই প্রেমহীন পৃথীবির জনাকীর্ণ কোনো এক
নগরীতে।
তুমি আর আমি খুব পাশা-পাশি তাই ভালবাসতে বলিনি শুধু পাশে থাকতে বলেছি
বন্ধু হয়ে অথবা শত্রুই হোক একটু কাছে
তবুও বন্ধুত্বের দাবি
বৃষ্টি বুঝতে পেড়েছ কি? একটু আকাশ দেখবে কি?
মনের অজান্তে শুভ্র তুষার ঝড়ে
আজ রাতের আকাশে কিছুটা ঝর বেগ বৈরী মেঘের হাওয়া
উদ্বেল সফেন করেছে শীতল মনটাকে,!!
খুব মিস করছি কেন জানি–
আজ অনেক টা দিন বিগত হতে চলল, আজ অনেক টা রজনী গৃহ-আগ্নি দহনে পুরে
ক্লান্ত অন্তরের দাবানল,
তুমি কেমন আছো??
ভাল আছো তো?
জান! চিতার অনলে লাশের আতর্নাত মনের বৃন্দাবন আজ আমার রাতের প্রস্থর প্রত্যহ প্রাথনা সংগীত!
অতিদুর থেকে ভেসে আজো আসে তোমার নুপুরের শব্দ আমার ব্যার্থ ঘুমের কোণে!
রাতের অন্ধকারে ম্ৃত শিশুর কান্নার মত করে।
আর তুমি!
হয়তবা সেল ফোনের ভয়াবহতম সাইক্লোন ঝরের আঘাতে লন্ড-ভন্ড হয়ে গেছ —
চূর্ণ হয়ে গেছ সাইবার জালের ভিতরে দুমড়ে
হয়তবা ফেসবুক নামক হারাক্কা জোয়ারে ভেসে যাচ্ছ মনের অজান্তে
হয়তবা সীমানার গন্ডি কঁাটাতার পেরিয়ে যাচ্ছে আরো বহুদুর তোমার হাসির রহস্যময় কারুকার্য
চ্যাটিং এর ভাইরাসে।।
সেলফি নামক আলোর প্রতিচ্ছায়ায় তোমার ঠোটের রহস্য খুঁজে পেয়েছ কি?
নাকি তোমার প্রতিচ্ছবির অন্তরালে আমার উপস্থিতি
টের পাও!
একবার ও কি ভেবেছ দুঃস্বপ্ন দেখছ না’তো?
মনের অজান্তে শুভ্র তুষার ঝড়ে তপ্ত লাভার জোয়ারে ভেসে যাচ্ছ না’তো?
দিবাস্বপ্ন সত্তি ভেবে যদি বালুচরে ঘর বাধঁতে যাও তবে আমার কিছু বলার থাকল না।
তবে আহত পাখির ডানার মত কিছু বোবা কষ্ট রয়ে গেল —
আমি কি বোঝাতে পেরেছিলাম?
চাঁদপুর টাইমস : এমআরআর/2015
নিয়মিত আপনার ফেসবুকে নিউজ পেতে লাইক দিন : https://www.facebook.com/chandpurtimesonline/likes