চাঁদপুরের মতলব পৌরসভার মেয়র আওলাদ হোসেন লিটন দিঘলদী এম এ সাত্তার উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটিতে পুনরায় সভাপতি নির্বাচিত হয়েছেন।
পরিচালনা কমিটির সভাপতি গঠনকল্পে গত ১৪ নভেম্বর বিদ্যালয় শিক্ষক মিলনায়তনে সভা অনুষ্ঠিত হয়।
এতে সভাপতিত্ব করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. আব্দুর রহিম খান।
উক্ত সভায় বিদ্যালয়ের সভাপতি প্রার্থী হিসেবে আওলাদ হোসেন লিটনের নাম প্রস্তাব করা হলে উপস্থিত সকল সদস্যদের সর্বসম্মতিক্রমে বিনা প্রতিদ্বন্ধিতায় তিনি দ্বিতীয়বারের মতো সভাপতি নির্বাচিত হন।
সভায় উপস্থিত ছিলেন অভিভাবক সদস্য ফজলুল হক প্রধান, মাসুদ প্রধান, মোঃ সোলায়মান, আব্দুল হান্নান, দাতা সদস্য বিদ্যালয়ের প্রতিষ্ঠাতার স্ত্রী নূরজাহান বেগম, শিক্ষক প্রতিনিধি আবু সাঈদ, তাহমিনা আক্তার ও সদস্য সচিব অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ জাহাঙ্গীর হোসেন খান।
[author image=”https://chandpurtimes.com/wp-content/uploads/2016/10/Mahfuj-Mollik.jpg” ] প্রতিবেদক- মাহফুজ মল্লিক, মতলব দক্ষিণ [/author]
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur