চাঁদপুর- ২ আসনের সংসদ সদস্য আলহাদ এডভোকেট নুরুল আমিন রুহুল বলেছেন ক্ষুদ্রঋণের মাধ্যমে দারিদ্র জনগোষ্ঠীকে সাবলম্বী করতে চালু করা হয় পল্লী সঞ্চয় ব্যাংক । শেখ হাসিনা সরকার গ্রামীণ অর্থনীতির সম্প্রসারণ, ক্ষুদ্রঋণের উচ্চ সুদ হারের যন্ত্রণা তথা দারিদ্র্য থেকে সাধারণ মানুষকে রেহাই দিতে চালু করেন পল্লী সঞ্চয় ব্যাংকের কার্যক্রম। তিনি আরো বলেন,একই সঙ্গে পল্লী সঞ্চয় ব্যাংক আইন অনুযায়ী “একটি বাড়ি একটি খামার “প্রকল্প ও ব্যাংকের অধীনে চালিয়ে নেওয়া হবে। দেশের ৪৮৫ টি উপজেলায় পল্লী সঞ্চয় ব্যাংকের কার্যক্রম রয়েছে।
২৬ সেপ্টেম্বর মঙ্গলবার সকাল সাড়ে দশটায় উপজেলা পরিষদ মিলনায়তনে মতবিনিময়সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথাগুলো বলেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা রেনু দাসের সভাপতিত্বে ও মতলব উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতি লিঃএর চেয়ারম্যান মোফাজ্জল হোসেনের পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্যে রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিএইচএম কবির আহমেদ, পল্লী সঞ্চয় ব্যাংক চাঁদপুর আঞ্চলিক কার্যালয়ের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ শরীয়ত উল্লাহ সায়েম।
অন্যনদের মধ্যে আরও বক্তব্য রাখেন মতলব দক্ষিণ থানার অফিসার ইনচার্জ রিপন বালা, মতলব দক্ষিণ উপজেলা আওয়ামীলীগের সভাপতি মোঃ লিয়াকত হোসেন প্রধান,উপজেলা পরিষদের ভাইয়ের চেয়ারম্যান মোঃ মুবিন সুজন, মতলব পৌর যুবলীগের সভাপতি সোহাগ সরকার, মতলব দক্ষিণ উপজেলা যুবলীগের সাবেক যুগ্ন আহবায়ক গোলাম মোস্তফা, চাঁদপুর জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি রিয়াদ উল আলম রিয়াদ, মতলব পৌরসভার ৩ নং ওয়ার্ডের কাউন্সিলর সারোয়ার সরকার লিখন এবং উপকারভোগী জান্নাতুল ফেরদৌসী। শুভেচ্ছা বক্তব্য রাখেন পল্লী সঞ্চয় ব্যাংক মতলব শাখার ব্যবস্থাপক মোঃ মুরাদ হোসেন পাটোয়ারী। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন উপজেলা পরিষদ জামে মসজিদের খতিব মাওলানা মোঃ মোজাম্মেল হোসেন। এ সময় উপস্থিত ছিলেন মতলব দক্ষিণ উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান ফেরদৌসের বেগম রুনু, মতলব পৌরসভার প্যানেল মেয়র মামুন চৌধুরী বুলবুল, সংরক্ষিত মহিলা কাউন্সিলর মাইরিন সুলতানা নয়ন,৬ নং ওয়ার্ডের কাউন্সিলর সাইফুল ইসলাম মোহন, ৭ নং ওয়ার্ডের কাউন্সিলর পিন্টু সাহা, নায়েরগাঁও দক্ষিণ ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি চানমিয়া তালুকদার, সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ,আওয়ামী লীগ নেতা আরিফ চৌধুরী, পৌর আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক মোহাম্মদ আব্দুল জব্বার রাজা , ৭ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ সিরাজুল ইসলাম প্রধান, নায়িকা দক্ষিণ ইউনিয়ন আওয়ামী যুবলীগের সভাপতি শ্যামল পাটোয়ারী,মতলব দক্ষিণ উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক কাউসার আলম পান্না,মতলব কইরো ছাত্রলীগের সাধারণ সম্পাদক নূর মোহাম্মদ তামিম প্রমুখ।
প্রতিবেদক: মাহফুজ মল্লিক,২৬ সেপ্টেম্বর ২০২৩