Home / সারাদেশ / ’দারিদ্র্য দূরীকরণে শিক্ষা ব্যবস্থার বিকল্প নেই’
File photo
ফাইল ছবি

’দারিদ্র্য দূরীকরণে শিক্ষা ব্যবস্থার বিকল্প নেই’

আজ রবিবার দুপুরে রাজধানীর ফার্মগেটে কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ মিলনায়তনে সেন্ট্রাল উইমেন্স ইউনিভার্সিটির সমাবর্তন অনুষ্ঠানে তিনি বলেন।

শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেছেন, দারিদ্র্য দূরীকরণে শিক্ষা ব্যবস্থার বিকল্প নেই। যতদিন দক্ষ ও যোগ্যতাসম্পন্ন শিক্ষার্থী তৈরি না হয় ততদিন দারিদ্র্য দূর হবে না। এজন্য শিক্ষার্থীদের নিজেদের দক্ষ ও যোগ্য হিসেবে গড়ে তুলতে হবে।

শিক্ষামন্ত্রী বলেন, অনেক বেসরকারি বিশ্ববিদ্যালয় ন্যূনতম নিয়ম না মেনে শিক্ষা কার্যক্রম পরিচালনা করছে। এরা বেশিদিন এ অনিয়ম করতে পারবে না। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। তাদের সঠিকভাবে পরিচালনার জন্য সঠিক পথেই হাঁটবে সরকার।

তিনি বলেন, আজ নারীরা অনেক সাহসী। সমাজ ও দেশের কল্যাণে তারা সফলতার সঙ্গে কাজ করছে। তাদের অগ্রগতিতে সামাজিক বাধাও অনেক কমে এসেছে।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান অধ্যাপক ড. আব্দুল মান্নান, সেন্ট্রাল উইমেন্স বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. পারভীন হাসান, বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান কাজী জাহেদুল ইসলাম।

নিউজ ডেস্ক
: আপডেট, বাংলাদেশ সময় ২: ৩০ পি.এম ১১মার্চ,২০১৮ রোববার
কে. এইচ.