সয়াবিন তেলের দাম কমেছে। আগামীকাল বুধবার থেকে নতুন দাম কার্যকর হবে।
প্রতি লিটারে ১০ টাকা কমিয়ে বোতলজাত সয়াবিনের নতুন দাম নির্ধারণ করা হয়েছে ১৭৯ টাকা। আগের দাম ছিল ১৮৯ টাকা।
প্রতি লিটার খোলা সয়াবিন তেলের আট টাকা কমিয়ে নতুন দাম নির্ধারণ করা হয়েছে ১৫৯ টাকা। বর্তমানে বাজারে খোলা সয়াবিন প্রতি লিটার ১৬৭ টাকায় বিক্রি হচ্ছে। আর পাঁচ লিটারের বোতলজাত সয়াবিনের দাম ৪৩ টাকা কমিয়ে ৮৭৩ টাকা করা হয়েছে।
মঙ্গলবার বাংলাদেশ ভেজিটেবল অয়েল রিফাইনার্স অ্যান্ড বনস্পতি ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।
এতে বলা হয়, বিশ্ববাজারে ভোজ্য তেলের আমদানি মূল্য হ্রাস পাওয়ায় বাংলাদেশ ভেজিটেবল অয়েল রিফাইনার্স অ্যান্ড বনস্পতি ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন, বাণিজ্য মন্ত্রণালয় এবং বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশনের সঙ্গে আলোচনা করে ভোজ্য তেলের দাম কমানো হলো।
খোলা পাম সুপার তেল লিটারপ্রতি পাঁচ টাকা কমে ১২৮ টাকা করা হয়েছে। পাম তেল বোতল ১২ টাকা কমিয়ে ১৪৮ টাকা করা হয়েছে।
টাইমস ডেস্ক/ ১১ জুলাই ২০২৩
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur