Home / লাইফস্টাইল / দাম্পত্য জীবনের যে ভুলগুলো সংসারে অশান্তির মূল কারণ
দাম্পত্য জীবনের যে ভুলগুলো সংসারে অশান্তির মূল কারণ

দাম্পত্য জীবনের যে ভুলগুলো সংসারে অশান্তির মূল কারণ

চাঁদপুর টাইমস নিউজ ডেস্ক || আপডেট: ০৮:৪৯ অপরাহ্ন, ২৫ সেপ্টেম্বর ২০১৫, শুক্রবার

দাম্পত্য অত্যন্ত ব্যক্তিগত একটা সম্পর্ক। সুস্থ, সুন্দর ও আবেদনময় একান্ত সম্পর্ক ব্যতীত দাম্পত্য কখনোই সুখের হয়ে ওঠে না। এবং সত্যি কথা বলতে কি, বহু দম্পতির মাঝে অশান্তির মূল কারণ হয়ে থাকে একান্ত দাম্পত্যে মিলের অভাব।

অসুখী একান্ত জীবন দাম্পত্যকেও ঠেলে দেয় অশান্তির দিকে, অনেক ক্ষেত্রে ডিভোর্সের দিকেও। এমন কিছু ভুল আছে, যেগুলো দাম্পত্যে কমবেশি অনেকেই করেন। আর বুঝতেও পারেন না যে সেগুলো সম্পর্ক নষ্টের মূল কারণ। চলুন, জেনে নিই সেই ভুলগুলো।

সঙ্গীর চাহিদাকে গুরুত্ব না দেয়া-
দাম্পত্য কখনোই এক তরফা একটি বিষয় নয়, বরং ব্যাপারটি দুজনের। কেবল নিজের চাহিদাকেই যদি গুরুত্ব দিতে থাকেন, সঙ্গীর পছন্দ-অপছন্দ বা ইচ্ছা-অনিচ্ছার মূল্য দিতে না পারেন, তাহলে কিন্তু অশান্তি অনিবার্য। আপনার জীবন সঙ্গীর চাহিদাকে গুরুত্ব না দেয়া হতে পারে সম্পর্কে দূরত্বের প্রধান কারণ।

নিজের প্রত্যাশা গুলো সঙ্গীর সাথে শেয়ার না করা

সকলেরই নিজের জীবনের নানান ক্ষেত্রে একান্ত গোপন কিছু ইচ্ছা-অনিচ্ছা বা ফ্যান্টাসি থাকে। এই বিষয়গুলো গোপনে মনের মাঝে পুষে রাখবেন না, বরং সঙ্গীর সাথে শেয়ার করুন। অন্যদিকে সঙ্গীর প্রত্যাশাও জেনে নিন। দেখবেন দাম্পত্য হয়ে উঠবে মধুর।

নিজের দিকে মনযোগ না দেয়া-
কাউকে বিয়ে করে ফেলেছেন মানেই নিজেকে এলোমেলো আর অপরিপাটি রাখতে হবে, বিষয়টি কিন্তু মোটেও তেমন নয়। বরং প্রিয় মানুষটির মনযোগ নিজের দিকে ধরে রাখার মাঝেই সার্থকতা। নিজের যত্ন নিন, নিজেকে আকর্ষণীয় রাখুন। দেখবেন দাম্পত্যে থাকবে মধুরতা।

বৈচিত্র্যের খোঁজে বিবাহ বহির্ভূত যৌন সম্পর্ক-
বিয়ের পর অনেকেই নিজের দাম্পত্য যৌন জীবনে একঘেয়েমির শিকার হয়ে পড়েন। এবং নিজের সম্পর্ককে উন্নয়নের বদলে উল্টো বরং মনযোগী হয়ে পড়েন বাইরের যৌন সম্পর্কের খোঁজে। এইসব বিবাহ বহির্ভূত যৌন সম্পর্ক যে বিবাহিত জীবনকে শেষ করে দেয়, সেটা যেন তারা বুঝেও বোঝেন না।

কুরুচিপূর্ণ যৌন আচরণ, গালাগালি, মারামারি-
দাম্পত্যে সুস্থ ও সুন্দর যৌন সম্পর্কই কাম্য। আপনার জীবন সঙ্গী পর্ণ স্টার নন যে তাঁর সাথে কুরুচিপূর্ণ আচরণ করবেন আপনি। রুচিশীল যৌন আচরণের মাধ্যমেই সঙ্গীর মন জয় করতে হবে, অশ্লীল আচরণ দিয়ে নয়। অন্যদিকে সঙ্গীর সাথে মারামারি বা তাঁকে গালাগাল করলে সম্পর্ক নষ্ট হতে কয়েক মুহূর্তও লাগবে না।

শুচিবায়ুগ্রস্থ হওয়া-
অনেকেই আছেন অত্যন্ত শুচিবায়ুগ্রস্থ। কেউ আছেন সঙ্গীকে চুমু খেতে দেন না, কেউ আবার একটু পর পর হাত ধুয়ে থাকেন, কেউ বাথরুম নিয়ে খুঁতখুঁতে হয়ে থাকেন। ইত্যাদি হরেক রকম শুচিবায়ুতা একান্ত ব্যক্তিগত দাম্পত্য সম্পর্কে হরেক রকম সমস্যা তৈরির জন্য দায়ী।

কেবল শরীরকেই গুরুত্ব দেয়া-
দাম্পত্য জীবন কেবলই শরীরের ওপরে নির্ভরশীল কোন বিষয় নয়। বরং সাথে জড়িয়ে আছে প্রবল ভালোবাসার একটি ব্যাপার। আপনার জীবনসঙ্গী কেবল একটি শরীর নয়, একজন মানুষ, তাঁকে মন থেকে ভালবাসুন ও সম্মান করুন। দাম্পত্য জীবনও হয়ে উঠবে সুখের। সংগৃহীত

 

চাঁদপুর টাইমস : প্রতিনিধি/ এমআরআর/২০১৫