চাঁদপুর

‘১৫ নভেম্বরের মধ্যে দাবি মেনে না নিলে কঠোর কর্মসূচি’

‘কথায় কথায় চাকরি ছাটাই বন্ধ, সমঞ্জস্যপূর্ণ বেতন কাঠামো তৈরী, সপ্তাহিকসহ সকল ছুটি ও সুনিদিষ্ট নিতীমালা’ প্রণয়নের দাবিতে বাংলাদেশ ফার্মাসিউটিক্যাল্স রিপেজেন্টেটিভ অ্যাসোসিয়েশন’র (ফারিয়া) কেন্দ্রিয় কর্মসূচির অংশ হিসেবে সারা দেশের ন্যায় চাঁদপুরে প্রবিবাদী মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

রোববার (১৫ অক্টোবর) সকাল ১০টায় চাঁদপুর প্রেসক্লাবের সামনে ফারিয়া চাঁদপুর জেলা শাখার সার্বিক তত্ত্ববধায়নে ও সদর শাখার আয়োজনে এ কর্মসূচি পালিত হয়।

প্রতিবাদী মানববন্ধনে সংগঠনটির জেলা ও সদর শাখার প্রায় দুই শতাধিক রিপেজেন্টেটিভ অংশ গ্রহণ করে।

চাঁদপুর সদর ফারিয়ার সভাপতি আব্দুল মোতালেব রাশেদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম খাঁনের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্যে রাখেন জেলা ফারিয়ার সভাপতি মো. মোস্তাফিজুর রহমান, বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা ফারিয়ার সাধারণ সম্পাদক মো. আরিফ হোসেন, সদর ফারিয়ার উপদেষ্টা মাসুম বিল্লাহ, আজিম হোসেন, সহ-সভাপতি পাবেল হোসেন, দপ্তর সম্পাদক আ. রাজ্জাক প্রমূক।

বক্তারা তাদের বক্তব্যে বলেন, বাংলাদেশের গার্মেন্টস শিল্পের পরে দ্বিতীয় বৃহত্তম শিল্প হচ্ছে ঔষধ শিল্প। এই শিল্পের সাথে আমরা যারা রিপেজেন্টেটিভ হিসেবে কর্মরত তারা সবাই ডিগ্রিধারী উচ্চ শিক্ষিত। অথচ কষ্টের কথা হলো সরকার এবং মালিক পক্ষ আমাদের চাকরির কোনো সুনিদিষ্ট নিতীমালা এখনো তৈরী করেনি। যার ফলে মালিকপক্ষ আমাদের কথায় কথায় চাকরি থেকে ছাটাই করছে। আমরা সপ্তাহিত ছুটিসহ সরকারি কোনো ছুটি পাচ্ছি না। তাছাড়া দুর্ঘটনা জড়িত মুত্যু অথবা আহত হলেও আমরা মালিকপক্ষ কিংবা সরকারের কোনো সহযোগিতা পাই না। অথচ আমাদের ঘামে-শ্রমে ভেজা টাকা দিয়ে মালিকপক্ষ আরাম-আয়েশে বিলাসবহুল জীবন-যাপন করে।

বক্তারা আরো বলেন, ‘কথায় কথায় চাকরি ছাটাই বন্ধ, সমঞ্জস্যপূর্ণ বেতন কাঠামো তৈরী ও সুনিদিষ্ট বেতন নিতীমালা’ প্রণয়নসহ ন্যায্য দাবি আদায়ে আমরা বাংলাদেশ ফার্মাসিউটিক্যাল্স রিপেজেন্টেটিভ অ্যাসোসিয়েশন (ফারিয়া) ব্যানারে আজকে রাজপথে নামতে বাদ্য হয়েছি। আমরা মালিকপক্ষ ও সরকারকে অনুরোধ করবো এসব ন্যায্য দাবিগুলো যাতে অবিলম্বে মেনে নিয়ে বাস্তাবায়ন করা হয়। আগামি ১৫ নভেম্বরের মধ্যে আমাদের দাবি মেনে না নিলে সারা দেশে ঔষদ সাপ্লাই বন্ধসহ আরো কঠোর আন্দোলনের ডাক দিতে আমরা বাদ্য হবো।

বক্তারা বলেন, বর্তমান দেশের রাষ্ট্রক্ষমতায় জাতির জনক বঙ্গবন্ধুর কন্যা জননেত্রী শেখ হাসিনা রয়েছেন। আমরা বিশ্বাস করি আমাদের প্রধানমন্ত্রী ঔষধ শিল্পের এবং আমাদের কষ্টের কথা বিবেচনায় রেখে অতিশিগ্র এ বিষয়ে পদক্ষেপ নিবেন।

প্রসঙ্গত, একই দিনে একই সময়ে চাঁদপুর জেলার প্রতিটি উপজেলায় ফারিয়ার আয়োজনে মানববন্ধন অনুষ্ঠিত হয়।

প্রতিবেদক : আশিক বিন রহিম
: আপডেট, বাংলাদেশ ১২ : ১৫ পিএম, ১৫ অক্টোবর, ২০১৭ রোববার
এইউ

Share