Home / চাঁদপুর / চাঁদপুর স্টেডিয়ামে জাতীয় স্কুল দাবা টুর্নামেন্ট শুরু ২২ আগস্ট
Stidum

চাঁদপুর স্টেডিয়ামে জাতীয় স্কুল দাবা টুর্নামেন্ট শুরু ২২ আগস্ট

চাঁদপুর স্টেডিয়ামে শুরু হচ্ছে জাতীয় স্কুল দাবা টুর্নামেন্ট। আয়োজনের দায়িত্বে রয়েছে চাঁদপুর জেলা পুলিশ। সার্বিক সহযোগিতায় রয়েছে চাঁদপুর জেলা ক্রীড়া সংস্থা। এ টুর্নামেন্টে ১২ জন বালিকা ও ৩০ জন বালক অংশ নিবে।

আগামি ২২ আগস্ট এ টুর্নামেন্টের উদ্বোধন হবে।

বাংলাদেশ দাবা ফেডারেশনের আয়োজনে ও ব্যবস্থাপনায় সারা বাংলাদেশেই স্কুল পড়ুয়া শিক্ষার্থীদের নিয়ে এ টুর্নামেন্ট শুরু হয়েছে। চাঁদপুরে এ টুর্নামেন্ট পরিচালনার জন্য আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে।

কমিটির আহ্বায়ক হলেন চাঁদপুর জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি ও পুলিশ সুপার মো.মিলন মাহমুদ,বিপিএম (বার) এবং সদস্য সচিবের দায়িত্ব পালন করবেন জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা বাবু।

টুর্নামেন্টের সার্বিক সহযোগিতাকারী জেলা ক্রীড়া সংস্থা সূত্রে জানা যায় যে,এ দাবা টুর্নামেন্টে জেলার ৭টি স্কুল দলের ৪২ জন শিক্ষার্থী অংশ নেবে।

অংশ নেয়া দলগুলো হচ্ছে : মতলব জেবি পাইলট উচ্চ বিদ্যালয়,হাসান আলী সরকারি উচ্চ বিদ্যালয়,গণি মডেল উচ্চ বিদ্যালয়, মাতৃপীঠ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়,বাবুরহাট স্কুল এন্ড কলেজ,ডিএন (দ্বারকানাথ) উচ্চ বিদ্যালয় ও পুরাণবাজার মধুসূদন উচ্চ বিদ্যালয়।

টুর্নামেন্ট সূত্রে আরো জানা গেছে,অংশ নেয়া দলগুলোর খেলোয়াড়দের নিয়ে আগামি ২১ আগস্ট দিনব্যাপি কর্মশালার আয়োজন করবে আয়োজকরা।

কোচ হিসেবে থাকবেন অধ্যাপক অরুন সরকার,সায়ইন চৌধুরী ও আশিষ সরকার।

সারাদেশেই এ টুর্নামেন্টের খেলা শুরু হয়েছে। চাঁদপুরের ৭টি স্কুল নিয়ে ২২ আগস্ট থেকে চাঁদপুর স্টেডিয়ামের প্যাভিলিয়নে ও হলরুমে খেলাগুলো অনুষ্ঠিত হবে।

চাঁদপুর টাইমস
১৪ আগস্ট ২০২২
এজি