চাঁদপুর জেলা রেস্তোরাঁ মালিক সমিতির সাধারণ সম্পাদক, চাঁদপুর শহরের আজিজিয়া হোটেল এন্ড রেস্টুরেন্টের মালিক আঃ আজিজ দেওয়ানের স্ত্রী এবং চাঁদপুর প্রেসক্লাবের সম্মানিত সদস্য ও চাঁদপুর কণ্ঠের বিশেষ প্রতিনিধি সাইফুল আজমের মা সিতারা আজিজের দাফন সম্পন্ন হয়েছে।
২৪ আগস্ট মঙ্গলবার দুপুর আনুমানিক ২টার সময় ঢাকাস্থ ফেমাস স্পেশালাইজড হাসপাতালে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহ.. রাজিউন)। মৃত্যুকালে তিনি স্বামী, ১ ছেলে, ২ মেয়েসহ অনেক আত্মীয় স্বজন ও শুভাকাঙ্ক্ষী রেখে যান।
আজ বাদ এশা রাত ৯টার দিকে করিম পাটোয়ারী বাড়ি জামে মসজিদের সামনে মরহুমার জানাজার নামাজ অনুষ্ঠিত হয়।
জানাজায় ইমামতি করেন মসজিদের খতিব মাওঃ আঃ সালাম। জানাজার পর চাঁদপুর পৌর কবরস্থানে মরহুমাকে দাফন করা হয়।
উল্লেখ্য, সিতারা আজিজ গত ৭ আগস্ট অসুস্থ হয়ে পড়লে তাঁকে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। এরপর তাঁকে উন্নত চিকিৎসার জন্য ১১ আগস্ট ঢাকাস্থ ফেমাস স্পেশালাইজড হাসপাতালে নেয়া হয়। সেখানে তিনি আইসিইউতে চিকিৎসাধীন থাকাবস্থায় আজ দুপুরে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
স্টাফ করেসপন্ডেট
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur