মৃত ঘোষণার পর দাফনের সময় নড়ে ওঠা নবজাতক মীম মারা গেছে। গতকাল দিবাগত রাত ১টা ৩৩ মিনিটে শিশু হাসপাতালেই মারা যায়। আর নবজাতকের মা শারমিন আক্তার এখন ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
হাসপাতালের পরিচালক অধ্যাপক ডা. মো. আবদুল আজিজ সাংবাদিকদের শিশুটির মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
সোমবার সকালে নবজাতক মীমকে মৃত ঘোষণা করে ডেথ সার্টিফিকেট দেয় ঢামেক কর্তৃপক্ষ। এর পর স্বজনরা তাকে দাফন করতে আজিমপুর কবরস্থানে নিয়ে যান। পরে গোসলখানায় নবজাতকের গায়ে পানি ঢালতেই সেটি মৃদু নড়ে ওঠে। চোখে ভুল দেখছেন ভেবে আবার পানি ঢালতেই দেখেন শ্বাস-প্রশ্বাস ওঠানামা করছে নবজাতকটির। সে সময় তিনি দৌড়ে এসে জানালেন নবজাতকটি বেঁচে আছেন।
সাথে সাথেই শিশুটিকে আজিমপুরের স্থানীয় একটি ক্লিনিকে নেওয়া হয়। এর পর সেখান থেকে নবজাতককে নেওয়া হয় শেরেবাংলা নগর ঢাকা শিশু হাসপাতালে।
বাচ্চাটি ভূমিষ্ঠ হওয়ার পর ডাক্তাররা বলেন, সে পেটে মারা গেছে। পরে তাকে একটি বক্সের ভেতরে রাখা হয়। তারপর আজিমপুরে নিয়ে যাওয়ার পর বাকি ঘটনা ঘটে।
তবে সেই যাত্রা ফিরে এসেও আবারো চলে গেল শিশুটি। শেষ পর্যন্ত বাঁচানো গেল না।
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur