হাজীগঞ্জ

হাজীগঞ্জে দানের হাত বাড়িয়ে এলাকাবাসীর মন কেড়েছেন ইউপি সদস্য

পরিবারের অর্থ থেকে শুরু করে নিজের ব্যবসার আয় থেকে এলাকার গরীব, দুস্থ্য সাধারন মানুষের পাশে দাড়িয়ে দানের হাত বাড়িয়ে মন কেড়েছেন ইউপি সদস্য মুসলিম গাজী । স্থানীয় সরকার নির্বাচনে দলমত নির্বিশেষে এলাকার জনগন বিপুল ভোটে তাদের জনপ্রতিনিধি হিসাবে মুসলিম গাজীকে নির্বাচিত করেছেন।

এমন জনপ্রতিনিধি হচ্ছেন হাজীগঞ্জ উপজেলার ৭নং বড়কূল পশ্চিম ইউনিয়নের ৮নং ওয়ার্ড এর ইউপি সদস্য মুসলিম গাজী। নাটেহারা গাজী বাড়ীর আব্দুল ছাত্তার গাজীর ছেলে মুসলিম গাজী দলমত নির্বিশেষে গত ২ বছর ধরে ইউপি সদস্য হিসাবে দায়িত্ব পালন করে আসছেন।

কিভাবে মানুষের মনে স্থান করে নিলেন তার বর্ণনা স্থানীয় ওয়ার্ড বাসিন্দা রাসেল মুন্সী, পারভেজ মোল্লা, সানাউল্ল্যাহসহ একাধিক ব্যক্তি বলেন, ‘মুসলিম গাজী ছোট বেলা থেকে মানুষের সুখে-দুঃখে কাজ করে আসছেন।’

উদাহারন দিতে গিয়ে জানা যায়, আ. খালেক মিজির ছেলে দেলোয়ার ও আবুল হোসেন মোল্লার ছেলে দুলালকে বিদেশ যাওয়ার সময় নগদ অর্থ সহযোগিতা করেন। সখা দাসের মেয়ে বিদ্যা দাসের বিয়ের সময় নগদ অর্থ দিয়ে সহযোগিতা করেছেন।

নাটেহারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক কামাল হোসেন বলেন, ‘তিনি বিদ্যালয়ের এস এম সির সদস্য হিসাবে আর্থিক সহযোগিতা অব্যাহত রেখে আসছেন। তাছাড়া এলাকার গরীব অসহায় ব্যক্তিদের গোপনে খোজখবর নিয়ে সামর্থ্য অনুযায়ী তাদেরকে সহযোগিতা করে আসছেন। এলাকায় খেলাধুলা, বিনোদন, ওয়াজ মাহফিলসহ সামাজিক কর্মকান্ডে তার ব্যপক অবদান রয়েছে যে কারনে তারা বিপুল ভোটে মুসলিম গাজীকে ওয়ার্ডের জনপ্রতিনিধি নির্বাচিত করেছেন।’

এ বিষয়ে মুসলিম গাজী বলেন, ‘মানুষের সাথে থেকে সেবা সহযোগিতা করে যাওয়ার প্রত্যয় ছিল বলে তারা আমাকে বিপুল ভোটে ইউপি সদস্য নির্বাচিত করেছেন। কিন্তু আমি কখনো জনপ্রতিনিধিত্ব করবো ভাবিনি। সত্যিকার অর্থে মানুষের সেবা করার লক্ষে এলাকার সাধারন মানুষ যে যখন যেখানে যেভাবে চেয়েছেন আমি সেই অনুযায়ী কাজ করার চেষ্টা করছি এবং আগামি দিনেও এলাকার মানুষের সার্বিক সহযোগিতা কামনা করে কাজ করে যেতে চাই।’

প্রতিবেদক:জহিরুল ইসলাম জয়
২২ সেপেটম্বর,২০১৮

Share