চাঁদপুরের শাহরাস্তি উপজেলায় ১৭ং রায়শ্রী উঃ ইউনিয়নের দাদিয়াপাড়া মানব কল্যাণ সংস্থা’র পক্ষ থেকে প্রতিবন্ধী ও ক্যান্সার আক্রান্ত রোগীকে চিকিৎসা সহায়তা প্রদান করা হয়। ২২ আগস্ট শুক্রবার আমতলী বাজারে আলোচনা সভা ও সর্বজনীন দোয়ার আয়োজন করা হয়।
দাদিয়াপাড়া মানব কল্যাণ সংস্থা’র উদ্যেগে নুরুল হক নুরুকে নগদ ৪০,৫০০টাকা এবং প্রতিবন্ধী মোস্তফা কে নগদ ১৫০০টাকা ও ১বস্তা (৫০কেজি) চাউল প্রদান করা হয়। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন -মাওলানা আব্দুর রব,মাওলানা মুকবুল হোসেন,ডাঃআবু তাহের,রফিক মেম্বার আবুল কালাম, মফিজুর রহমান,হাফেজ,গাজু,খোকন,বেলায়েত,প্রমূখ।
উপস্থিত ছিলেন উপদেষ্টা বোরহান উদ্দিন লিটন, আহসান হাবিব খাজা ও কার্যকরী কমিটির সদস্য মনজুর হোসেন সজীব,আবু ইউসুফ সুমন,আলাউদ্দিন মিলন, সিরাজুল ইসলাম মানিক, সংগঠনের সাধারণ সম্পাদক সাহাবউদ্দিন গাজী বলেন, ঈদ আমাদের সম্প্রতির বন্ধনকে আরো দৃঢ় করে।
এধরনের অনুষ্ঠান সমাজে সৌহার্দ্য ও বন্ধুত্ব বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
তিনি সংগঠনের সদস্যদের আরও মানবিক কাজের প্রতি উৎসাহিত করেন এবং ভবিষ্যতে সমাজকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত রাখার প্রতিশ্রুতি দেন।
ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানের অংশ হিসেবে দাদিয়াপাড়া মানব কল্যাণ সংস্থার ফান্ড থেকে আব্দুর জাববারকে চিকিৎসা বাবদ আর্থিক সহায়তা প্রদান করা হয়। এছাড়াও সর্বস্তরের মানুষের কল্যাণ ও মঙ্গল কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।
সংগঠনের প্রধান উপদেষ্টা মোঃ ওমর ফারুক ঈদের শুভেচ্ছা জানিয়ে বলেন, “সমাজের কল্যাণে একতাবদ্ধ হয়ে কাজ করাই আমাদের মূল লক্ষ্য। দাদিয়াপাড়া মানব কল্যাণ সংস্থা সব সময় মানুষের পাশে থাকবে।” তিনি সবাইকে ঐক্যবদ্ধ থেকে সমাজের উন্নয়নে অবদান রাখার আহবান জানান।
এই ধরনের সামাজিক ও মানবিক উদ্যেগ মানুষের মধ্যে সহমর্মিতা বৃদ্ধি করে এবং সমাজের প্রতি দায়বদ্ধতা তৈরি করে। ঈদের খুশি ভাগাভাগি করার পাশাপাশি দাদিয়াপাড়া মানব কল্যাণ সংস্থা অসহায় মানুষের পাশে দাঁড়ানোর যে দৃষ্টান্ত স্থাপন করেছে, তা সত্যিই প্রশংশানীয়।
স্টাফ রির্পোটার/ ২৩ আগস্ট ২০২৫
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur