দাদাকে বিজয়ী করতে ভোটের মাঠ চষে বেড়াচ্ছেন মাহি চৌধুরী

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রারণার তৃতীয় দিনে বুধবার সকাল থেকেই চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার বিভিন্ন জায়গায় ভোটের মাঠে চাঁদপুর-২ আসনে আওয়ামী লীগের মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমন্ডলির অন্যতম সদস্য মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীর বিক্রম এর পক্ষে ভোট প্রার্থনা করে চষে বেড়াচ্ছেন বাংলাদেশ আওয়ামী লীগের আইন বিষয়ক উপ-কমিটির সদস্য ও নৌকার প্রার্থী মায়া চৌধুরীর জ্যেষ্ঠ দৌহিত্র (নাতি) আশফাক চৌধুরী মাহি। তার দাদা স্বাধীনতা পদক প্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীর বিক্রম এর নৌকাকে তীরে ভেড়াতে দিন-রাত নির্বাচনী মাঠে ছুটে বেড়াচ্ছেন তিনি।

রাতদিন ছুটছেন গ্রামের মেঠোপথ ধরে ভোটারদের দ্বারে দ্বারে ছুটছেন মাহি চৌধুরী। নেতাকর্মীদের নিয়ে উঠান বৈঠকও করেন তিনি।

এলাকার মানুষও বেজায় খুশি মতলবের সর্বস্তরের জনসাধারণের ভালোবাসার ঠিাকানা যুবসমাজের আইকন প্রিয় প্রয়াত সাজেদুল হোসেন দিপু চৌধুরীর জ্যেষ্ঠ পুত্র আশফাক হোসেন মাহি চৌধুরীকে কাছে পেয়ে।
উন্নয়নের বার্তা নিয়ে মানুষের কাছে ভোট চাচ্ছেন তিনি। তার সাথে জনসংযোগে যোগ দেয় হাজারও মানুষ। সকালে মতলব দক্ষিণের কয়েকটি এলায় জনসংযোগ করেছেন। বিশাল মিছিল নিয়ে নৌকার পক্ষে ভোট চান তিনি। জনসংযোগকালে তিনি লিফলেট বিতরণ করেছেন। দিচ্ছেন উন্নয়নের বার্তাও। তিনি দেশের উন্নয়ন ধারাবাহিকতা বজায় রাখতে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ৫ম বারের প্রধানমন্ত্রী আর চাঁদপুর-(মতলব উত্তর-দক্ষিণ) উপজেলাকে এককটি আধুনিক,উন্নত,সমৃদ্ধ মিনি সিঙ্গাপুর সিটি হিসেবে গড়ে তুলতে আগামী ৭ জানুয়ারিী নির্বাচনে তার দাদা মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীর বিক্রমকে নৌকা প্রতীকে ভোট দেওয়ার আহবান জানান।

আশফাক চৌধুরী মাহি আরও বলেন,আগামী ৭ জানুয়ারী যে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে সেই নির্বাচনে আপনারা সকলে যার যার এলাকার কেন্দ্রে কেন্দ্রে গিয়ে স্বতঃস্ফুর্তভাবে ভোট দেবেন। নৌকা প্রতীককে বিজয়ী করে আনবেন। আমরা সবাই এক সাথে কাজ করে চঁঅদপুর-২ আসনটি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উপহার দেব ইনশাল্লাহ।

মাহি চৌধুরী বলেন, প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে ৫ম বারের মতো প্রধানমন্ত্রী হিসেবে জয়ী করতে আওয়ামী লীগ ঐক্যবদ্ধ। সকল ষড়যন্ত্র প্রতিহত করে আওয়ামী লীগ এগিয়ে যাবে। উন্নয়নের এই অগ্রযাত্রাকে কেউ রুখতে পারবে না। জনগণ উন্নয়ন চায়। কোনো নাশকতা, বোমাবাজি ও অগ্নিসন্ত্রাস চায় না। জনগণের কাছে উন্নয়নের বার্তা পৌঁছে দিতে হবে। ঐক্যবদ্ধভাবে কাজের মাধ্যমে নৌকাকে বিজয়ী করতে হবে। বাংলাদেশের সামগ্রিক উন্নয়নে নৌকার বিজয়ের কোনো বিকল্প নেই।

এসময় মতলব দক্ষিণ উপজেলার সাবেক চেয়ারম্যান অধ্যাপক সিরাজুল মোস্তফা তালুকদার, মতলব পৌরসভার মেয়র আওলাদ হোসেন লিটন, উপজেলা ভাইস চেয়ারম্যান শওকত আলী বাদল, মতলব দক্ষিণ উপজেলা যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক ফারুক পাটোয়ারী, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি জহিরুল আলম, মহিলা আওয়ামী লীগের সভাপতি আসমা আক্তার আঁখি, উপজেলা যুবলীগের সদস্য কামরুল হাসান মামুন, মতলব উত্তর উপজেলা ছাত্রলীগের সাবেক জ্যেষ্ঠ যুগ্ম আহবায়ক তামজিদ সরকার রিয়াদ, এসএম নোমান দেওয়ান, নাজমুল হাসান, মুহিবুল হক চৌধুরী সুমিত, যুবলীগ নেতা মোঃ খোরশেদ আলম, ফতেপুর পশ্চিম ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক মেহেদী হাসান কাজল, মতলব উত্তর উপজেলা ছাত্রলীগের ১ নাম্বার সদস্য সদরুল আমিন, সদস্য জোবায়ের আহমেদ জনি, জেলা ছাত্রলীগের সহ-সভাপতি রুবাইদ হাসান ইহাম,উপজেলা ছাত্রলীগের সাবেক আহবায়ক আল-আমীন ফরাজি, জ্যেষ্ঠ যুগ্ম আহবায়ক হোসাইন মোহাম্মদ কচি, মতলব পৌর যুবলীগের সভাপতি সোহাগ সরকার, সাধারণ সম্পাদক রোকনউজ্জামান রোকন, জেলা ছাত্রলীগের উপ-অ্যাপায়ন বিষয়ক সম্পাদক মোঃ আফসার উদ্দিন, যুবলীগের সদস্য কামাল দেওয়ান, জেলা ছাত্রলীগের সহ-সভাপতি ইব্রাহিম, আলাউদ্দিন, রিপন তালুকদার, সালাউদ্দিন, মমিন, পৌর ছাত্রলীগের সভাপতি কাইয়ুম ফরাজি, শরীফ প্রধান, ছাত্রলীগ নেতা আশরাফুল ইসলাম, জহিরুল ইসলাম, সাদ্দাম হোসেন, রিপন মিয়া, সহ বিভিন্ন নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

প্রতিবেদক: খান মোহাম্মদ কামাল, ২০ ডিসেম্বর ২০২৩

Share