দাউদকান্দিতে হিটস্ট্রোকে ছাত্রীর মৃত্যুর পর ফের ১৫ শিক্ষার্থী হাসপাতালে

কুমিল্লার দাউদকান্দিতে সুবল আফতাব উচ্চ বিদ্যালয়ে মঙ্গলবার (৬ জুন) হিটস্ট্রোকে ছাত্রী উম্মে হাবিবার (১২) মৃত্যুর ঘটনার পর আবারও ১৫ শিক্ষার্থী অসুস্থ হয়ে হাসপাতাল ভর্তি হয়েছে। বুধবার (৭ জুন) উপজেলার গৌরীপুর সুবল আফতাব উচ্চ বিদ্যালয়ে তারা অসুস্থ হয়ে পড়ে। অসুস্থ ১৫ জন শিক্ষার্থীকে গৌরীপুর সরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বিদ্যালয় ও হাসপাতাল সূত্রে জানা যায়, প্রচণ্ড গরমে প্রতিদিনের ন্যায় প্রতিটি শ্রেণিকক্ষে ৮০-৯০ শিক্ষার্থী নিয়ে পাঠদান চলছিল।

সকাল থেকে বিদ্যুৎ না থাকায় পাঠদানের সময় প্রচণ্ড গরম আর দাবদাহে শিক্ষক ও শিক্ষার্থীরা হাঁপিয়ে ওঠেন। এ সময় কয়েকজন শিক্ষার্থী অসুস্থ বোধ করলে শিক্ষক পাঠদান বন্ধ করে তাদের বাইরে নিয়ে আসেন। প্রায় সঙ্গে সঙ্গেই ৬ষ্ঠ, ৮ম ও ১০ম শ্রেণির ১৫ জন শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়লে স্কুল কর্তৃপক্ষ তাদের দ্রুত উপজেলা গৌরীপুর সরকারি হাসপাতালে ভর্তি করে।

আরও পড়ুন>>>  দাউদকান্দিতে ক্লাস চলাকালে অসুস্থ হয়ে স্কুলছাত্রীর মৃত্যু

অসুস্থ হয়ে পড়া শিক্ষার্থীরা হলো- ৬ষ্ঠ শ্রেণির জাকিয়া আক্তার ও মালিহা নাজনিন এবং ৮ম শ্রেণির কবিতা খানম, তানিয়া আক্তার, ফাতেমা আহমেদ ও সুমাইয়া আক্তার ও চন্দ্রিকা রানী।

এ ছাড়া রয়েছে দশম শ্রেণির আমেনা, পূর্ণিমা, সুমেয়া, উম্মে তাবাসসুম, মারিয়া আরফিন, তানিয়া তাবাসসুম, সাইমুন নাহার ও সাইফুল ইসলাম।
গৌরীপুর সুবল আফতাব উচ্চ বিদ্যালয়ে শিক্ষার্থীদের অসুস্থ হয়ে পড়ার খবর পেয়ে দ্রুত ছুটে আসেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মহিনুল হাসান, গৌরীপুর পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ পরিদর্শক মো. আসাদুজ্জামান আসাদ ও ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নোমান মিয়া সরকার। এ সময় শিক্ষার্থীদের চিকিৎসার বিষয়ে খোঁজ-খবর নেন তারা।

গৌরীপুর সুবল আফতাব উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সেলিম মিয়া বলেন, গতকাল যে দুর্ঘনায় ঘটেছে তা নিয়ে আতঙ্কে আছি।

আবারও ১৫ জন শিক্ষার্থী অসুস্থ হয়ে হাসপাতালে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আলোচনা করছি, স্কুল খোলা রাখব নাকি বন্ধ করব।

দাউদকান্দি উপজেলা নির্বাহী কর্মকর্তা মহিনুল হাসান বলেন, অসুস্থ শিক্ষার্থীদের চিকিৎসা দেওয়া হয়েছে। যারা ভালো হয়েছে, অনেকে বাড়ি চলে গেছে। কয়েকজন ভর্তি রয়েছে।

কুমিল্লা প্রতিনিধি, ৭ জুন ২০২৩

Share