দাঁড়িপাল্লা প্রতীক, গণভোটে ‘হ্যাঁ’ পক্ষে ভোট দেওয়ার আহ্বান
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে চাঁদপুর-৪ (ফরিদগঞ্জ) আসনে নির্বাচনী প্রচার-প্রচারণা দিন দিন জোরদার হচ্ছে। এরই ধারাবাহিকতায় শুক্রবার (২৩ জানুয়ারি) ফরিদগঞ্জ উপজেলার ৮নং পাইকপাড়া দক্ষিণ ইউনিয়নে বাংলাদেশ জামায়াতে ইসলামী আয়োজিত এক জনসভা অনুষ্ঠিত হয়েছে।
জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন চাঁদপুর-৪ (ফরিদগঞ্জ) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত দাড়ি পাল্লা প্রতিকের প্রার্থী ও জেলা জামায়াতের আমীর মাওলানা বিল্লাল হোসেন মিয়াজি।
প্রধান অতিথির বক্তব্যে মাওলানা বিল্লাল হোসেন মিয়াজি বলেন, জামায়াতে ইসলামী ক্ষমতায় গেলে দেশে একটি আদর্শ, ন্যায়ভিত্তিক ও কল্যাণমুখী রাষ্ট্র প্রতিষ্ঠা করা হবে। তিনি আরো বলেন, জনগণের ভোটাধিকার নিশ্চিত করা , শিক্ষা ও স্বাস্থ্যখাতে টেকসই উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি এবং নৈতিক সমাজ গঠনে জামায়াতে ইসলামী অতীতেও ভূমিকা রেখেছে এবং ভবিষ্যতেও রাখবে।
তিনি উপস্থিত জনসাধারণকে আগামী জাতীয় সংসদ নির্বাচনে দাঁড়িপাল্লা প্রতীক এবং গণভোটে ‘হ্যাঁ’-এর পক্ষে ভোট দেওয়ার আহ্বান জানান। একই সঙ্গে তিনি বলেন, জনগণের ঐক্যবদ্ধ আন্দোলনের মাধ্যমেই একটি স্বচ্ছ, জবাবদিহিমূলক ও গণমুখী সরকার প্রতিষ্ঠা সম্ভব।
সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মো. হারুন আর-রশিদ, ফরিদগঞ্জ উপজেলা জামায়াতের আমীর মাওলানা মো. ইউনুস হেলাল, চাঁদপুর শহর জামায়াতের সেক্রেটারি শেখ মোহাম্মদ বেলায়েত হোসেন এবং ফরিদগঞ্জ পৌরসভা জামায়াতের আমীর মাওলানা মিজানুর রহমান।
এছাড়াও উপস্থিত ছিলেন ইউনিয়ন জামায়াতের সভাপতি মাও. নূরুল ইসলাম, সেক্রেটারি মো. ওসমান গনীসহ জামায়াতের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
জনসভা শেষে জামায়াতের সংসদ সদস্য প্রার্থী ও স্থানীয় নেতৃবৃন্দ দাঁড়িপাল্লা প্রতীকের পক্ষে পথসভা ও গণমিছিল করেন। এ সময় তারা সাধারণ ভোটারদের কাছে সমর্থন ও ভোট প্রার্থনা করেন।
প্রতিবেদক: শিমুল হাছান,
২৩ জানুয়ারি ২০২৬