চাঁদপুরের ফরিদগঞ্জে রূপসা গোল্ডকাপ ক্রিকেটের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ শনিবার (১৬ ফেব্রুয়ারি) বিকেলে অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি ছিলেন চাঁদপুর-৪ (ফরিদগঞ্জ) আসনের সাংসদ মুহম্মদ শফিকুর রহমান।
টুর্ণামেন্টের চেয়ারম্যান নাজিম উদ্দিন পাটওয়ারীর সভাপতিত্বে ও পরিচালনা কমিটির উপদেষ্টা মোহাম্মদ হোসেন মিন্টু পাটওয়ারীর পরিচালনায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন লক্ষ্মীপুর-১ (রামগঞ্জ) আসনের সাংসদ ড. আনোয়ার হোসেন খাঁন।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন রূপসা আহম্মদিয়া উচ্চ বিদ্যালয়ের দাতা সদস্য সৈয়দ মেহেদী হাছান চৌধুরী, পৌর মেয়র মো. মাহফুজুল হক, ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ হারুনুর রশিদ চৌধুরী, ইউপি চেয়ারম্যান ওমর ফারুক ফারুকী, ফরিদগঞ্জ উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি খাজে আহম্মদ মজুমদার, পৌর ছাত্রলীগের সাবেক সভাপতি কামরুল হাছান সাউদ,
রূপসা আহম্মদিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রশিদ আহম্মেদ বিএসসি, রূপসা বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হাজী মো. নূর হোসেন, রূপসা বাজার ব্যবসায়ী কমিটির সভাপতি ফারুক খাঁন। টুর্ণামেন্ট পরিচালনা কমিটির প্রধান সমন্বয়কের দায়িত্ব পালন করেন ছাত্রলীগের সাবেক নেতা নজরুল ইসলাম সুমন।
এদিকে ফরিদগঞ্জের জনপ্রিয় এই ক্রিকেট টুর্ণামেন্টর ৬ষ্ঠ আসরের ফাইনাল খেলা দেখতে মাঠে হাজার হাজার দর্শক উপস্থিত হয়। খেলায় হাজীগঞ্জকে হারিয়ে রামগঞ্জ চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।
প্রতিবেদক- আতাউর রহমান সোহাগ
১৬ মার্চ, ২০১৯