দল যাকে মনোনয়ন দেবে তার পক্ষইে কাজ করবো : মোশাররফ হোসেন

চাঁদপুরের কচুয়া উপজলো ও পৌর যুবদলের আয়োজনে বিশাল যুব সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। হাজারো নেতাকর্মীদের উপস্থিতিতে শনিবার বিকেলে কচুয়া সরকারি ডিগ্রি কলেজ মাঠে এ যুব সমাবেশের আয়োজন করা হয়।

কচুয়া উপজলো যুবদলের আহ্বায়ক মো. মহিউদ্দিন মজুমদারের সভাপতিত্বে এ সমাবেেশ প্রধান অতিথি বক্তব্য রাখেন, বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির অন্যমত সদস্য ও কচুয়া উপজলো বিএনপি’র প্রধান সমন্বয়ক মোহাম্মদ মোশারফ হোসেন। তিনি বলনে, বিএনপি নির্বাচনরে জন্য সম্পপূর্ন ভাবে প্রস্তুত রয়েছে। নির্ধারিত সময়ে নির্বাচন অনুষ্ঠতি হবে এ প্রত্যাশা করছি । কচুয়া থেকে মাদক, র্দুনীতি ও অনিয়ম দূর করতে যুব সমাজকে অগ্রণী ভূমকিা পালন করতে হবে। আজকের এই সমাবশে প্রমাণ করেছে যে কচুয়ার প্রতিটি ওয়ার্ড থেকে নেতাকর্মীরা ঐক্যবদ্ধ হয়ে মাঠে নেমেছেন।

তিনি আরও বলনে, বিএনপরি ভারপ্রাপ্ত চয়োরম্যান তারেক রহমান নির্দেশে দলের দুঃসময়ে যারা ছিলেন, তাদেরকেই মনোনয়ন প্রদানে অগ্রাধকিার দেয়া হবে। “দল যাকে মনোনয়ন দেবে তার পক্ষইে আমি কাজ করব ।

সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, চাঁদপুর জেলা বিএনপি’র সহ-সভাপতি ও কচুয়া উপজলো বিএনপি’র আহ্বায়ক মো. হুমায়ুন কবরি প্রধান। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন, জেলা যুবদলরে সভাপতি মানিকুর রহমান মানিক। বিশেষ বক্তা হিসেবে বক্তব্য রাখেন, জেলা যুবদলরে সাধারণ সম্পাদক নুরুল আমনি খান আকাশ এবং সাংগঠনিক সম্পাদক ফয়সাল আহমেদ বাহার।

উপজলো যুবদলরে সদস্য সচিব অ্যাডভোকেট মো. মাসুদ প্রধানীয়া ও উপজেলা যুবদলের সিনি. যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমান স্বপনের যৌথ পরিচালনায় যুব সমাবেশে উপস্থিত ছিলেন, জেলা বিএনপি’র সদস্য অ্যাড. মোস্তাক আহমেদ ও শাহজান মজুমদার, উপজলো বিএনপি’র সিনি. যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমান পাঠান, সদস্য সচিব মনজুর আহমেদ সেলিম, সাবেক সাধারণ সম্পাদক মো. মকবুল মিয়াজী, পৌর বিএনপি’র আহ্বায়ক হাবীব উল্লাহ হাবিব,উপজেলা ছাত্রদলের সভাপতি মোস্তফা কামাল প্রধান ও সাধারন সম্পাদক গাজী রশিদ প্রমুখ ।

গনমাবেশকে কন্দ্রে করে কচুয়া সরকারি কলজে মাঠ ও আশপাশের সড়কগুলো ভরে ওঠে ব্যানার-ফস্টেুনে। উপজেলার প্রতিটি ইউনিয়ন, ওর্য়াড ও পৌরসভা থেকে নেকাকর্মীরা সমাবেশে যোগদান করেন।

প্রতিবেদক: জিসান আহমেদ নান্নু, ২৪ আগস্ট ২০২৫