চাঁদপুরের ফরিদগঞ্জে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আনন্দ শোভাযাত্রা ও আলোচনা সভার আয়োজন করা হয়েছে।
মঙ্গলবার (২ সেপ্টেম্বর) বিকেলে ফরিদগঞ্জ বাসস্ট্যান্ড থেকে শোভাযাত্রাটি শুরু হয়। কয়েক হাজার নেতা–কর্মী ও সমর্থক এতে অংশ নেন। শোভাযাত্রাটি উপজেলা সদরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পশু হাসপাতালের সামনে গিয়ে আলোচনা সভায় মিলিত হয়।
কেন্দ্রীয় বিএনপির সদস্য ও চাঁদপুর–৪ (ফরিদগঞ্জ) আসনের সম্ভাব্য সংসদ প্রার্থী মোতাহার হোসেন পাটওয়ারীর নেতৃত্বে শোভাযাত্রা অনুষ্ঠিত হয়। এতে দলীয় নেতা–কর্মীদের মধ্যে উচ্ছ্বাস ও উৎসবের আমেজ তৈরি হয়। শোভাযাত্রা ঘিরে সাধারণ মানুষের মধ্যেও কৌতূহল দেখা যায়।
সভায় বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের রাজনৈতিক দর্শন ও অবদান তুলে ধরে মোতাহার হোসেন পাটওয়ারী বলেন, নির্বাচন নিয়ে কোন প্রকার ষড়যন্ত্র হলে তার জবাব রাজপথেই দেয়া হবে বলে হুশিয়ারি দিয়ে নেতাকর্মীরা আগামী নির্বাচনে বিএনপিকে জয়ী করতে সকল নেতাকর্মীকে যার যার অবস্থান থেকে কাজ করার আহবান জানান।
এ সময় তিনি আরও বলেন, তিন বারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ও তারুণ্যের অহংকার তারেক রহমানের নির্দেশনা মতে আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দল যাকেই মনোনয়ন দেক, আমরা ধানের শীষের বিজয় নিশ্চিত করবো। কারন ধানের শীষ তথা বিএনপি আমাদের রক্তে মিশে আছে। কারন বিএনপি প্রতিষ্ঠার পর থেকে আমার পরিবার ফরিদগঞ্জে এ দলের হাল ধরেছেন।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন,বিএনপি নেতা সিরাজুল ইসলাম পাবক, পৌর বিএনপির সাবেক সভাপতি হারুনুর রশিদ, উপজেলা যুবদলের সাবেক সদস্য সচিব আব্দুল মতিন, জেলা যুবদলের সদস্য আমির হোসেন খান, ফরিদগঞ্জ দক্ষিণ ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শাহাজান গাজী, বালিথুবা পূর্ব ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি ডা. ওমর ফারুক, আবু তাহের গাজী, উপজেলা যুবদলের সাবেক যুগ্ম আহবায়ক তানভির আহমেদ নকিব, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আব্দুল কাইয়ুম সুমন, উপজেলা যুবদলের সাবেক যুগ্ম আহবায়ক মামুনুর রশিদ, ফরিদগঞ্জ ডিগ্রী কলেজ ছাত্রদলের আহবায়ক পারভেজ আলম, পৌর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক রাফিকুল ইসলাম, পৌর ছাত্রদলের সাবেক সদস্য সচিব কামরুল ইসলাম রাড়ি, গোবিন্দপুর উত্তর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মিলন গাজী, সাধারণ সম্পাদক বাচ্চু, রূপসা দক্ষিণ ইউনিয়ন যুবদলের সাবেক আহবায়ক আরিফ হোসেন, সদস্য সচিব মাহফুজুর রহমান, ফরিদগঞ্জ ইউনিয়ন যুবদলের সদস্য সচিব সবুজ, চরমদুঃখিয়া পূর্ব ইউনিয়ন যুবদলের সাবেক আহবায়ক হাবিব মেম্বার, সদস্য সচিব মাহিন মেম্বার, গোবিন্দপুন উত্তর ইউনিয়ন যুবদলের সাবেক সদস্য সচিব হেলাল পন্ডিত, পাইকপাড়া উত্তর ইউনিয়ন যুবদলের সাবেক সদস্য সচিব সাইফুল ইসলাম সুমন, বালিথুবা ইউনিয়ন যুবদলের যুগ্ম আহবায়ক রাসেল রানা, সুবিদপুর পূর্ব ইউনিয়ন যুবদলের সাবেক যুগ্ম আহবায়ক মোঃ রাসেল, ছাত্রদলের সভাপতি সভাপতি অনিক হাছান মাছুম বিল্লাহ, বালিথুবা পশ্চিম ইউনিয়ন যুবদলের যুগ্ম আহবায়ক সাইফুল, পৌর যুবদলের সাবেক যুগ্ম আহবায়ক আরিফ তরফদার, পৌর সদর ওয়ার্ড ছাত্রদলের সভাপতি তানজিল গাজী, চরমদুঃখিয়া পশ্চিম ইউনিয়ন ছাত্রদলের আহবায়ক সুমন, সদস্য সচিব আনোয়ার, উপজেলা মহিলা দলের নেত্রী শারমিন করিমসহ বিভিন্ন ইউনিয়ন থেকে আগত নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
প্রতিবেদক: শিমুল হাছান, ২ সেপ্টেম্বর ২০২৫
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur