চাঁদপুর-৩ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী ও বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য মোস্তফা খান সফরী বলেছেন, বিএনপি এদেশের গণমানুষের রাজনৈতিক দল। বিএনপির প্রতি দেশের জনগণের আশা এবং প্রত্যাশা অনেক বেশি। বিএনপির মত একটি বড় রাজনৈতিক দলে পদ ও মনোনয়ন নিয়ে নেতাকর্মীদের প্রতিদ্বন্দ্বিতা থাকবে। তবে প্রতিহিংসা যেন না থাকে। ৭ মার্চ শুক্রবার চাঁদপুর সদর উপজেলার কল্যাণপুর বিএনপি আয়োজনে কল্যাণদী ঈদগাহ মাঠে অনুষ্ঠিত দোয়া ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
চাঁদপুর জেলা বিএনপি’র সাবেক সাংগঠনিক সম্পাদক মোস্তফা খান সফরী আরও বলেন, দেশ এবং জনগণের একমাত্র আস্হার রাজনৈতিক দল হিসেবে বিএনপি একমাত্র জনগণের আশা আকাঙ্ক্ষার প্রতীক। তাই দেশের জনগণ ক্ষমতায় বিএনপিকে দেখতে চাচ্ছে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান, তারুণ্যের প্রতীক তারেক রহমানের ঘোষিত ৩১ দফার মধ্যে দেশের জনগণের কল্যানের কথা উল্লেখ রয়েছে। এজন্য জন্য দেশের জনগণ চাচ্ছে আগামী জাতীয় সংসদ নির্বাচনে জনগণের রায়ে বিএনপি জয়ী হবে। তাই আগামী নির্বাচনকে কেন্দ্র করে দেশে ঘোলা পানিতে মাছ শিকারের চেষ্টা চলছে। এ অবস্থায় বিএনপির সকল স্তরে নেতাকর্মীদের সুদৃঢ় ঐক্যবদ্ধ থাকতে হবে ।
জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সাবেক সহ সভাপতি আরো বলেন, কিছুদিন আগে বিএনপি’র কেন্দ্রীয় বর্ধিত সভায় আমরা দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কাছে অঙ্গীকারবদ্ধ হয়েছি, দেশ ও জনগণের স্বার্থে আমরা ঐক্যবদ্ধ থাকবো। যে কোনো ষড়যন্ত্র মোকাবেলা করে আমরা দেশের মানুষের পাশে থাকবো। নেতার কাছে অঙ্গীকারবদ্ধ হওয়া সে কথা আমাদের রাখতে হবে।
সাবেক যুবদল নেতা মোঃ শাহাদাত খানের পরিচালনায় আয়োজিত ইফতার-পূর্বক আলোচনা সভায় বক্তব্য রাখেন, বিএনপি নেতা এডভোকেট আশরাফুল হক, জেলা স্বেচ্ছাসেবক দলের নেতা কামরুজ্জামান হাসানাত, সাবেক ইউপি চেয়ারম্যান মোশারফ হোসেন খান মন্টু, সাবেক ইউপি চেয়ারম্যান দেলোয়ার হোসেন মাস্টার, চাঁদপুর সদর উপজেলা যুবদলের সাবেক সভাপতি মোঃ বিল্লাল হোসেন বেপারী, মতলব বিএনপি নেতা মোঃ মোস্তফা গাজী, মুজাহিদুল ইসলাম কিরণ প্রমূখ
প্রতিবেদক: আশিক বিন রহিম, ৭ মার্চ ২০২৫