চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সভাপতি ও মতলব পৌরসভার সাবেক মেয়র এনামুল হক বাদল বলেছেন,তারেক রহমানের নির্দেশ উপেক্ষা করে কেউ চাঁদাবাজি, দখলবাজি এবং অন্যায় করলে কাউকে ছাড় দেয়া হবে না। সে দলের যত বড় প্রভাবশালী নেতাই হউক না কেন।
চাঁদাবাজ, দখলদার এবং দলের মধ্যে অনুপ্রবেশকারীদের বিরুদ্ধে দলীয়ভাবে জনসচেতনতা গড়ে তোলার লক্ষ্যে মতলব দক্ষিণ উপজেলা ও মতলব পৌর বিএনপির সাংগঠনিক মতবিনিময় সভায় সভাপতির বক্তব্য এনামুল হক বাদল এ কথাগুলো বলেন।
তিনি আরো বলেন,বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান চাঁদাবাজ ও সন্ত্রাসীদের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেছেন। বিএনপির নামে কেউ চাঁদাবাজি করলে তাকে আইনের হাতে তুলে দেবেন। আওয়ামী লীগ যে অন্যায় করেছে, সেটা থেকে আমাদের বিরত থাকতে হবে। তারা যে জালিম তা মানুষ বুঝে গেছে। আমরা তাদের মতো জালিম হবো না। আমরা ভালোবাসা, সম্মান এবং ভদ্রতা দিয়ে মানুষের মন জয় করব, মানুষের সেবা করব।
মতলব কমিউনিটি সেন্টারে মতলব দক্ষিণ উপজেলা ও মতলব পৌর বিএনপি আয়োজিত সাংগঠনিক মতবিনিময় সভায় মতলব পৌর বিএনপির সাধারণ সম্পাদক মোঃ জাকির হোসেন প্রধানের পরিচালনায় বক্তব্য রাখেন মতলব পৌর বিএনপির সভাপতি মোঃ শোয়েব আহমেদ সরকার, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মোঃ সফিকুল ইসলাম সাগর, সাংগঠনিক সম্পাদক মোজাহিদুল ইসলাম কিরণ, উপাদী উত্তর ইউনিয়ন বিএনপির সভাপতি বিল্লাল হোসেন খান,নায়েরগাঁও উত্তর ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ মহসিন প্রধান, উপজেলা কৃষকদলের সভাপতি হানিফ পাটোয়ারী,সাধারণ সম্পাদক সাংবাদিক আমির খসরু প্রধান,শ্রমিক দলের সভাপতি বাবুল ফরাজি, সাধারণ সম্পাদক সফিকুল ইসলাম কাইপু,মতলব পৌর যুবদলের আহবায়ক মোঃ মজিবুর রহমান সরকার,উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক মোঃ জহিরুল হক জহির,মতলব পৌর ৫ নং ওয়ার্ড বিএনপির সভাপতি মোঃ শাহজাহান সাগর, ৭ নং ওয়ার্ড বিএনপির সভাপতি আলমগীর মোল্লা,পৌর যুবদলের যুগ্ম আহবায়ক মোঃ মেহেদী হাসান মহসিন, মতলব পৌর শ্রমিক দলের সভাপতি কবির হোসেন দেওয়ান,মতলব পৌর ছাত্রদলের মাসুদ পারভেজ পনিরসহ বিভিন্ন ইউনিয়ন, ওয়ার্ড বিএনপি, যুবদল,শ্রমিক দল,কৃষকদ এবং ছাত্রদলের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
প্রতিবেদক: মাহফুজ মল্লিক, ১৮ মার্চ ২০২৫