Thursday, May 07, 2015 11:12:03 PM
আশিক বিন রহিম :
‘পুলিশই জনতা-জনতাই পুলিশ’ এই শ্লোগানকে ধারণ করে কমিউনিটি পুলিশিং অঞ্চল-৯-এর আয়োজনে সংবর্ধনা ও মতবিনিময় সভা বৃহস্পতিবার বিকেলে পুরাণবাজার প্রভাতী মার্কেটে অনুষ্ঠিত হয়েছে।
কমিউনিটি পুলিশিং অঞ্চল ৯-এর সভাপতি সেলিম মিয়াজির সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন কালুর পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন পৌর মেয়র ও কমিউনিটি পুলিশের প্রধান উপদেষ্টা আলহাজ্ব নাছির উদ্দিন আহমেদ।
তিনি তার বক্তব্যে বলেন, ‘আমরা রাজনীতি করি সেবা করার জন্যে। আপনাদের যথাযথ সেবা করেছি বলেই আপনারা আমাকে পুনরায় মেয়র নির্বাচিত করেছেন। মানুষ শান্তি চায়, আমাদের চাঁদপুর শান্তিপ্রিয় এটা সবাই জানে। তাই সমাজের শান্তি প্রতিষ্ঠা করে জনগণের মধ্যে স্বস্তি ফিরিয়ে আনতে হবে। পুলিশ বাহিনীর কাজ হালো সমাজের শান্তি বজায় রাখা। ভালো কাজ করার জন্য সমাজের জনসাধারণকেও ভূমিকা রাখতে হবে।’
তিনি আরো বলেন, ‘জননেত্রী শেখ হাসিনা যা বলেন, তাই করেন। দেশে আজ উন্নয়নের জোয়ার বইয়ে দিয়েছেন তিনি। এমন কোনো জায়গা নাই যেখানে শেখ হাসিনা সরকারের উন্নয়ন হয়নি। আমি অনিয়মের ঊর্ধ্বে থেকে সমাজে কাজ করতে চাই।’
তিনি পুলিশের উদ্দেশ্যে বলেন, ‘সমাজ থেকে মাদক দূর করতে আপনারা কোনো আপোস করবেন না। আমি আপনাদেরকে কথা দিচ্ছি, যদি আওয়ামী লীগের কেউ মাদকের সাথে সম্পৃক্ত থাকার প্রমাণ পাওয়া যায় তবে তার আওয়ামী লীগ পদ থাকবে না।’
তিনি বলেন, ‘কমিউনিটি পুলিশকে আরো শক্তিশালী করতে পূর্বের ন্যায় আগামীতেও পৌরসভা ও পৌর পরিষদের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতা করবো।’
বিশেষ অতিথির বক্তব্যে চাঁদপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এএইচ এনায়েত উদ্দিন (পিপিএম) বলেন, ‘আমি আপনাদের সাথে নিয়ে চাঁদপুরে মাদকের ‘ম’ও থাকতে দেবো না। আপনারা যদি আমাদের তথ্য দেন তবে আমাদের কাজ করতে সুবিধা হবে। আমার ফোন ২৪ ঘণ্টাই খোলা থাকে। যে কোনো সময় যে কোনো প্রয়োজনে আমাকে ফোন দেবেন। যারা সত্যিকারভাবে রাজনীতি সাথে সম্পৃক্ত এবং সমাজ সংস্কারক তারা কখনো মাদকের সাথে আপোস করে না। আমি আপনাদের সহযোগিতায় শুধুমাত্র পুরাণবাজারকেই নয়, পুরো চাঁদপুরকে মাদকমুক্ত করবো।’
তিনি আরো বলেন, ‘আমাদের বর্তমান আইজিপি একেএম শহিদুল হক সাহেব চাঁদপুরের কমিউনিটি পুলিশ প্রতিষ্ঠা করে দিয়েছিলেন। আগামী ২৫ এপ্রিল কমিউনিটি পুলিশিং-এর প্রতিষ্ঠাবার্ষিকীতে তিনি উপস্থিত থাকবেন। ওইদিন আইজিপি সাহেবকে সাথে নিয়ে কমিউনিটি পুলিশের ভালো অবস্থান দেখাবো।’
অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন চাঁদপুর পৌরসভার প্যানেল মেয়র সিদ্দিকুর রহমান ঢালী, কমিউনিটি পুলিশিং অফিসার ও মডেল থানার সেকেন্ড অফিসার মনির হোসেন, শহর আ’লীগের সহ-সভাপতি রাধা গোবিন্দ ঘোষ, জেলা শ্রমিকলীগের সভাপতি নুরুল ইসলাম মিয়াজী, সংরক্ষিত মহিলা কাউন্সিলর শাহনাজ আলমগীর, সাবেক কাউন্সিলর মজিবুর রহমান মজু বেপারী, অঞ্চল-২-এর সাধারণ সম্পাদক তমাল কুমার ঘোষ, অঞ্চল-৯-এর সহ-সভাপতি গোপাল সাহা প্রমুখ।
অনুষ্ঠানের শুরুতেই চাঁদপুর মডেল থানার নবাগত ইনচার্জ, নির্বাচিত মেয়র, কাউন্সিল, মহিলা কাউন্সিলদের ফুলেল শুভেচ্ছা জানিয়ে সংবর্ধনা প্রদান করা হয়।
চাঁদপুর : এমআরআর/এবিআর/২০১৫
নিয়মিত ফেসবুকে নিউজ পেতে লাইক দিন :
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur