দলের এই মনোনয়ন আমার নয় ফরিদগঞ্জের লক্ষ নেতাকর্মীর: লায়ন হারুনুর রশিদ

বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির ব্যাংকিং ও রাজস্ব বিষয়ক সম্পাদক আসন্ন জাতীয় সংসদ নির্বাচেন চাঁদপুর-৪ আসনে বিএনপির মনোনীত প্রার্থী লায়ন মো.হারুনুর রশিদ বলেছেন, ‘শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের হাতেগড়া দল বিএনপি এদেশের আপামোর জনগণের জন্য ভাবে। সাবেক প্রধানমন্ত্রী বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া এবং তারুণ্যের প্রতিক বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এদেশের মানুষের কথা ভেবেই গত দেড় যুগ আওয়ামী ফ্যাসিবাদের বিরুদ্ধে নিদারুণ কষ্ট ও দু:খ সহ্য করেও আন্দোলন সংগ্রাম করে গেছেন। তাদের কষ্ট ও হাজার নেতাকর্মীদের আত্মত্যাগের ফসলই ৫ আগস্ট। তাই আগামী বাংলাদেশ বিনির্মাণে গণঅভ্যুত্থানের চেতনাকে বাস্তবায়ন এবং সর্বোপরি তারেক রহমান ঘোষিত বিএনপির ৩১দফার সফল বাস্তবায়নের জন্য আগামী জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষের বিজয় জরুরী। তাই আসুন বিএনপির সকল নেতাকর্মী ভেদাভেদ ভুলে গিয়ে ঐক্যবদ্ধ ভাবে আগামী জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষের বিজয় নিশ্চিত করি ফরিদগঞ্জে। আমি আগেও বলেছি, আজও বলছি দলের এই মনোনয়ন আমার নয় ফরিদগঞ্জের লক্ষ নেতাকর্মীর।

রোববার (৯ নভেম্বর) বিকালে উপজেলার গোবিন্দপুর উত্তর ইউনিয়নের সৌদিয়া মার্কেট এলাকায়, গোবিন্দপুর দক্ষিণ হাঁসা আইলের রাস্তা, গোয়ালভাওর বাজারে ধানের শীষের গণসংযোগ কালে বক্তব্য রাখতে গিয়ে তিনি এসব কথাগুলো বলেন।

এসময়ে তার সাথে উপস্থিত ছিলেন ফরিদগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আজিজুর রহমান, উপজেলা যুবদলের সাবেক আহ্বায়ক নাছির পাটওয়ারীর, সাবেক যুগ্মআহ্বায়ক মাহফুজুর রহমান টিপু, পৌর বিএনপি নেতা মোখলেছুর রহমান ভুট্টেুা, এম এম টুটুল পাটোয়ারী, হারুন পাঠান, মোহাম্মদ আলী মৃধা, পেয়ার আহমেদ তালুকদার, মহিলা নেত্রী শারমিন আক্তার, পৌর যুবদল নেতা শাওন পাঠান. ছাত্রদল নেতা সাইফুল ইসলাম সুমন, মনির হোসেনসহ বিভিন্ন ইউনিয়নের নেতৃবৃন্দ।

প্রতিবেদক: শিমুল হাছান,
৯ নভেম্বর ২০২৫