দলীয় প্রার্থীকে বিজয়ী করতে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে
চাঁদপুরের শাহরাস্তিতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে টামটা দক্ষিণ ইউনিয়ন বিএনপির উদ্যোগে ১১ সেপ্টেম্বর বৃহস্পতিবার বিকেলে টামটা দাখিল মাদ্রাসা মাঠে আলোচনা সভায় ও সদস্য সংগ্রহ, নবায়ন উপলক্ষে অনুষ্ঠানে বিএনপির নেতৃবৃন্দ বলেন, বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আনোয়ার হোসেন খোকন বিএনপিকে ঐক্যবদ্ধ ও সুসংগঠিত করতে দীর্ঘদিন ধরে কাজ করে যাচ্ছেন।
শাহরাস্তি-হাজীগঞ্জ উপজেলার অভিভাবক হিসেবে আনোয়ার হোসেন খোকন পরীক্ষিত ও পরিচ্ছন্ন নেতা, আগামী নির্বাচনে আমরা তাঁকেই চাই। গত ১৭ বছর আমরা কোনো প্রোগ্রাম করতে পারিনি। ৫ আগস্টের পর প্রতিষ্ঠা বার্ষিকীর এ প্রোগ্রাম করতে পেরেছি। এবং ফ্যাসিস্ট সরকার পতনের পর।
আজকে আমাদের গ্রুপের কারণে যে অবস্থা হয়েছে। তাতে মনে হচ্ছে আমাদের এক গ্রুপ আরেক গ্রুপের শত্রু। আপনারা দেখছেন গতকাল খুবই গুরুত্বপূর্ণ ডাকসু নির্বাচন হয়েছে তা ফলাফল আপনারা দেখেছেন। আমাদের নেতা ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন আগামী জাতীয় সংসদ নির্বাচন সহজ হবে না। অত্যন্ত কঠিন নির্বাচন হবে। আগামী সংসদ নির্বাচনে আমাদের দলীয় প্রার্থীকে বিজয়ী করতে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। আমি যা মনে করি আমাদের যে অবস্থা গ্রুপিং এর কারণে আমাদের বিপর্যয় হবে।এই গ্রুপিং থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। আমাদের বড় দল অনেক প্রার্থী থাকবেই। কারো ভিন্ন প্রার্থী চয়েজ থাকতে পারে। কিন্তু দল যাকে মনোনয়ন দেয় তাকে সকলে মিলে বিজয় করতে হবে।
বিএনপি নেতা আব্দুল কাদেরের সভাপতিত্বে ও ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোঃ সাইফুল ইসলাম মানিকের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক পৌর মেয়র মো. মোস্তফা কামাল, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক হাবিবুর রহমান পাটোয়ারী, উপজেলা যুবদলের সাবেক সভাপতি সাইফুল করিম মিনার, সাবেক ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলাম রনি, সাবেক ছাত্র বিষয়ক সম্পাদক বিল্লাল হোসেন খোকন। উপস্থিত ছিলেন শ্রমিকদের নেতা মনির হোসেন মিন্টু, পৌর যুবদলের সাবেক সিনিয়র সহ-সভাপতি মহসিন আলম, সাবেক ছাত্রনেতা এহতেশামুল হক সজীব, উপজেলা স্বেচ্ছাসেবক দল নেতা শাহজাহান সম্রাট ও মোঃ জুনায়েদ হাওলাদার, ছাত্রদল নেতা মোবারক হোসেন সোহেল বিএনপি নেতা জাহিদ হাসান, ফরিদ গাজী ইউসুফ মজুমদার, কামাল মুন্সী, ফারুক হোসেন, নুরুল হক, জাকির হোসেনসহ বিএনপি, যুবদল, ছাত্রদল, সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রতিবেদক: মোঃ জামাল হোসেন/ ১১ সেপ্টেম্বর ২০২৫