দলীয় পদে পুনর্বহাল হলেন চাঁদপুর জেলা যুবদলের সদস্য আব্দুল মতিন

দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও নীতি-আদর্শ পরিপন্থী কার্যকলাপের অভিযোগে চাঁদপুর জেলা যুবদলের সদস্য ও ফরিদগঞ্জ উপজেলা যুবদলের সাবেক সদস্য‌ সচিব মো. আব্দুল মতিনের বিরুদ্ধে জারি করা স্থগিতাদেশ প্রত্যাহার করা হয়েছে। একই সঙ্গে তাকে তার স্বীয় পদে পুনর্বহাল করা হয়েছে।

দলীয় সূত্রে জানা যায়, সোমবার (১৯ জানুয়ারি) দুপুরে কেন্দ্রীয় যুবদলের সহ-দপ্তর সম্পাদক মিনহাজুল ইসলাম ভূঁইয়ার স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্তের কথা জানানো হয়। সংশ্লিষ্ট বিষয় পর্যালোচনা ও সার্বিক বিবেচনার পর কেন্দ্রীয় সিদ্ধান্ত অনুযায়ী পূর্বের স্থগিতাদেশ প্রত্যাহার করা হয়।

এর ফলে মো. আব্দুল মতিন পুনরায় চাঁদপুর জেলা যুবদলের সদস্য হিসেবে দায়িত্ব পালন করবেন।

দলীয় নেতারা জানান, সংগঠনের শৃঙ্খলা ও আদর্শ রক্ষায় যুবদল সবসময় সচেতন। একই সঙ্গে ভুল সংশোধন ও সাংগঠনিক ঐক্য সুদৃঢ় করতেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

পুনর্বহালের সিদ্ধান্তে সন্তোষ প্রকাশ করে মো. আব্দুল মতিন বলেন, দলের প্রতি আমার আস্থা ও নিষ্ঠা আগের মতোই অটুট থাকবে এবং ভবিষ্যতে দলের নীতি ও আদর্শ অনুসরণ করেই কাজ করবো।

প্রতিবেদক: শিমুল হাছান,
১৯ জানুয়ারি ২০২৬