Home / উপজেলা সংবাদ / ফরিদগঞ্জ / দলকে যারা বিভাজন করেন, তারা দলের হিত চান না: এম এ হান্নান
দলকে

দলকে যারা বিভাজন করেন, তারা দলের হিত চান না: এম এ হান্নান

চাঁদপুরের ফরিদগঞ্জে গোবিন্দপুর দক্ষিণ ইউনিয়নের গোয়ালভাওর বাজারস্থ জিএফসি মাঠে তারুণ্যের সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখতে গিয়ে চাঁদপুর ফরিদগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক আলহাজ্ব এম এ হান্নান বলেছেন, দলকে যারা বিভাজন করেন, তারা দলের হিত চান না। এভাবে দলের মধ্যে বিভাজন না করে একসাথে এক মঞ্চে এসে দলের জন্য কাজ করুন। তখন দল যদি আপনাকে মনোনয়ন দেয়, তবে সকলেই আপনার পক্ষে কাজ করবে। কিন্তু যেভাবে আপনারা দলের নাম ভাঙ্গিয়ে দলের ক্ষতি করছেন, তাতে কেউ আপনাদের পাশে থাকবে না। গত তিন দশক ধরে আমি এমপি না হয়েও এলাকার উন্নয়নে যেই কাজ করেছি, তা নির্বাচিত এমপিও করতে পারেনি। এখনো আপনাদের জন্য ৩০ কোটি টাকার উন্নয়ন কাজ এনেছি।

মঙ্গলবার (২ সেপ্টেম্বর) বিকালে জাতীয়তাবাদী আদর্শকে উজ্জীবিত করতে ও তারেক রহমান ঘোষিত ৩১দফা বাস্তবায়নে উপজেলা যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের যৌথ আয়োজনে এই তারুণ্যের সমাবেশে উপজেলা যুবদলের সভাপতি আমজাদ হোসেন শিপনের সভাপতিত্বে এম এ হান্নান আরো বলেন, গত তিনটি জাতীয় সংসদ নির্বাচনে আমাদের তরুণ সমাজ ভোট দিতে পারেনি। তাই তারা ভোট দেয়ার জন্য উন্মুখ হয়ে রয়েছে। তাই তারুণ্যের সমাবেশে তরুণদের উপচে ভরা ভিড়।

সমাবেশে বিশেষ অতিথি উপজেলা চাঁদপুর জেলা যুবদলের সভাপতি মানিকুর রহমান মানিক, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক শরীফ মোহাম্মদ ইউনুছ, মজিবুর রহমান দুলাল, ডা. আবুল কালাম আজাদ, সাবেক মেয়র মঞ্জিল হোসেন, পৌর বিএনপির আহ্বায়ক আমানত হোসেন গাজী, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আব্দুল খালেক পাটওয়ারী, মহসীন মোল্লা, নজরুল ইসলাম নজু, উপজেলা যুব দলের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম নান্টু, পৌর যুবদলের সভাপতি ইমাম হোসেন, সাধারণ সম্পাদক আমিন মিজি, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আক্তার হোসেন, সদস্য সচিব ফারুক হোসেন, পৌর স্বেচ্ছাসেবক আহ্বায়ক আরিফ পাটওয়ারী, সদস্য সচিব সবুর পাটওয়ারী রুবেল, ছাত্রদলের আহ্বায়ক মেহেদী হাসান মঞ্জুর, সদস্য সচিব শাওন চৌধুরী প্রমুখ বক্তব্য রাখেন।

প্রতিবেদক: শিমুল হাছান/ ২ সেপ্টেম্বর ২০২৫