জাতীয়

‘দরিদ্রতার কারণে কেউ পড়ালেখা বঞ্চিত হবে না’

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘কেউ যেন দরিদ্রতার কারণে পড়ালেখা থেকে বঞ্চিত না হয় সেদিকে খেয়াল রাখছে সরকার।’

বৃহস্পতিবার সকাল সোয়া ১০টায় গণভবনে প্রধানমন্ত্রীর কাছে ফলাফল হস্তান্তর করা হয়। পরে ২০১৬ সালের বই উৎসব কর্মসূচিরও উদ্বোধন করেন প্রধানমন্ত্রী।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ‘আওয়ামী লীগ সরকার শিক্ষার্থীদের স্কুলে যেতে উৎসাহিত করতে নানামুখী পদক্ষেপ নিয়েছে। এ সময় শিক্ষা খাতে বর্তমান সরকারের বিভিন্ন অবদানের কথা তুলে ধরেন প্রধানমন্ত্রী।

প্রধানমন্ত্রী বলেন ‘প্রত্যেক স্কুলের নিজস্ব ফান্ড থাকা উচিত। প্রতিটা স্কুল থেকেই প্রতিবছর অনেক ছাত্র বের হচ্ছে। তারা ব্যক্তিগত জীবনে কেউ ডাক্তার, কেউ ইঞ্জিনিয়ার, কেউ ব্যবসায়ী। তাদের কাছ থেকে সহযোগিতা নিয়ে প্রতিটা স্কুল তাদের একটা নিজস্ব ফান্ড তৈরি করতে পারে। সেই অর্থ দিয়ে তারা তাদের স্কুলের উন্নয়ন করতে পারেন। সেই ধরনের একটা পদক্ষেপ নেওয়া দরকার।’

নিউজ ডেস্ক || আপডেট: ০১:৩৫ পিএম, ৩১ ডিসেম্বর ২০১৫, বৃহস্পতিবার

এমআরআর  

Share