Home / উপজেলা সংবাদ / দরবেশগঞ্জ উবির ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আব্দুস ছোবহান
ভারপ্রাপ্ত

দরবেশগঞ্জ উবির ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আব্দুস ছোবহান

কচুয়া উপজেলার ঐতিহ্যবাহী দরবেশগঞ্জ বহুমূখী উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মো. আব্দুস ছোবহানকে ওই বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব দেয়া হয়েছে। ৩১ ডিসেম্বর ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক আজিজ উল্যাহ’র ও ৩০ ডিসেম্বর সহকারী প্রধান শিক্ষক মো. জহিরুল ইসলামের অবসরজনিত কারনে তাঁকে এ পদে দায়িত্ব দেয়া হয়।

কচুয়া উপজেলার পূর্ব কালচোঁ গ্রামের অধিবাসী বিশিষ্ট সমাজসেবক প্রয়াত মো. সফিউদ্দিন ভূঁইয়ার সুযোগ্য সন্তান বহু মানুষ গড়ার কারিগর আব্দুস ছোবহান ১৯৮৬ সালে ১ অক্টোবর একই বিদ্যালয়ে সহকারী শিক্ষক হিসেবে যোগদান করেন। পরবর্তীতে এ বিদ্যালয়ে ১ জানুয়ারি ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব গ্রহন করেন।

এদিকে আব্দুস ছোবহান নয়া দায়িত্ব পালনে শিক্ষক,অভিভাবক,এলাকাবাসীসহ সকলের সহযোগিতা চেয়েছেন তিনি।

প্রতিবেদক: জিসান আহমেদ নান্নু, ১১ জানুয়ারি ২০২৩