কচুয়া উপজেলার দরবেশগঞ্জ বহুমুখী উচ্চ বিদ্যালয়ে জিপিএ-৫ ও বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা, বার্ষিক ক্রীড়া ও পুরস্কার বিতরণ শনিবার (২৫ মার্চ) সকালে বিদ্যালয় প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়েছে।
বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি আলহাজ্ব মো. মোশারেফ হোসেন মজুমদারের সভাপতিত্বে ও যুবলীগ নেতা মো. মনজুর এলাহী মজুমদারের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, প্রধান মন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাষ্ট্রের পরিচালক (যুগ্ম সচিব) মো. শাহাদাত হোসেন মজুমদার।
স্বাগত বক্তব্য রাখেন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আজিজ উল্যাহ।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন, কড়ইয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান জিকেএম আলমগীর মজুমদার, কচুয়া উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি মো. তাজুল ইসলাম, বিশিষ্ট ব্যবসায়ী শেখ কামরুজ্জামান সেলিম, আনোয়ারা মেমোরিয়াল হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক মো. আব্দুল ওয়াদুদ মজুমদার, বিশিষ্ট ব্যবসায়ী এম আলমগীর মজুমদার, আবু বকর মজুমদার উজ্জল ও শাহ মো. ইলিয়াছ।
শেষে জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা ও বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।
এসময় বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা, অভিভাবক ও এলাকার শ্রেণি পেশার লোকজন উপস্থিত ছিলেন।
প্রতিবেদক-জিসান আহমেদ নান্নু
আপডেট, বাংলাদেশ সময় ০১: ৪২ এএম, ২৬ মার্চ ২০১৭, শনিবার
এইউ