চাঁদপুর সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন ইউনিটের পর্নোগ্রাফি মামলার আরিফ হোসেন (২৪) নামে এক আসামীকে গ্রেপ্তার করা হয়েছে।
২৫ ডিসেম্বর সোমবার হাজীগঞ্জ উপজেলা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এসময় গ্রেফতারকৃত আসামীর কাছ থেকে একটি মোবাইল ফোন জব্দ করা হয়। আটক আরিফ হোসেন হাজীগঞ্জ উপজেলার কোন্দ্রা মাইজের বাড়ী গ্রামের বিল্লাল হোসেনের পুত্র।
চাঁদপুর জেলা পুলিশের মিডিয়া সেল সূত্রে জানা যায়, অভিযুক্ত আরিফ হোসেন পাশ্ববর্তী এলাকার এক দম্পতির অজ্ঞাতসারে তাদের (স্বামী-স্ত্রী) অন্তরঙ্গ মুর্হূতের ভিডিও মোবাইলে ধারণ করে তাদের ফেসবুক মেসেঞ্জারে পাঠিয়ে টাকা দাবিসহ বিভিন্ন হুমকি প্রদান করে। এ বিষয়ে ভুক্তভোগী স্বামী চাঁদপুর সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন ইউনিটে পর্নোগ্রাফি মামলা করেন।
সে মামলার পেক্ষিতে চাঁদপুরের পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলামের (বিপিএম, পিপিএম) দিক নির্দেশনায় এবং চাঁদপুর সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন ইউনিটের ইনচার্জের তত্বাবধানে একটি অভিযান চালানো হয়। সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন ইউনিটের এসআই সাইফুর রহমান সঙ্গীয় ফোর্স নিয়ে হাজীগঞ্জ থানা এলাকা থেকে পর্নোগ্রাফি নিয়ন্ত্রন আইনের ৮(২)/৮(৩)/৮(৭) সংক্রান্তে আসামী আরিফ হোসেনকে গ্রেপ্তার করেন। আটক আসামীকে গ্রেপ্তার পূর্বক বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
প্রতিবেদক: আশিক বিন রহিম, ২৬ ডিসেম্বর ২০২৩
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur