চাঁদপুরের কচুয়া উপজেলার বিতারা ইউনিয়ন মাঝিগাছা জামালিয়া বাজার সংলগ্ন ইউনিয়ন ভূমি অফিসের আওতাধীন ১নং খাস খতিয়ানভূক্ত কাচারি বাড়ির পুকুরটি অবশেষে দখলদারদের হাত থেকে কর্তৃপক্ষ উদ্ধার করেছে।
মাঝিগাছা বাজার সংলগ্ন ৭৪৪৭ দাগে ১ একর ৬৫ শতাংশ ভূমিটি দীর্ঘদিন ধরে এলাকার একটি প্রভাবশালী মহল জোরপূর্বক দখল করে মাছ চাষ করতো।
সম্প্রতি চাঁদপুর অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. আবদুল হাই ওই সরকারি পুকুরটি উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আওতাধীন আনার জন্য একটি স্মারক (যার নং- ০৫.৪২.১৩০০.১৮.০০৫.১৬.৮৬৪(২) পত্র প্রেরণ করেন।
পরে ওই স্মারক প্রাপ্রির আলোকে বিতারা ইউনিয়ন ভূমি কর্মকর্তা মোঃ নজরুল ইসলাম পুকুরটিতে একটি সাইন বোর্ড সাটান এবং অবৈধ দখলদারদের হাত থেকে পুকুরটি উদ্ধার করেন।