চাঁদপুরের কচুয়া উপজেলার দক্ষিণ বিতারা গ্রামে আল আকসা কেন্দ্রীয় জামে মসজিদে নির্মিত হচ্ছে দৃষ্টিনন্দন ৬তলা বিশিষ্ট নতুন মিনার। মসজিদ কমিটি ও এলাকাবাসীর প্রচেষ্টায় নির্মিত এ মিনারের কাজ সম্পন্ন করতে বিত্তবানসহ সকলের সহযোগিতা কামনা করেছেন ওই মসজিদের সেক্রেটারি বীর মুক্তিযোদ্ধা মো: ওয়ালি উল্যাহ সরকার।
সরেজমিনে জানা গেছে, ১৯৫০ সালের তৎকালীন সময়ে কচুয়া উপজেলার দক্ষিণ বিতারা গ্রামে বিতারা আল আকসা কেন্দ্রীয় জামে মসজিদটি স্থাপিত হয়। পরবর্তীতে বিভিন্ন সময়ে এলাকাবাসী ও স্থানীয় মুসল্লিদের সার্বিক প্রাচেষ্টায় মসজিদের নির্মাণ কাজ এগিয়ে চললেও বর্তমানে ৬তলা বিশিষ্ট উঁচু মিনার নির্মাণের উদ্যোগ নেয়। যাহা নির্মাণ করতে প্রায় ৪০-৫০ লক্ষ টাকা খরচ হবে। বর্তমানে প্রায় ১০ লক্ষ টাকা ব্যায়ে ২তলা বিশিষ্ট মিনারের কাজ সম্পন্ন হয়েছে। মিনারের বাকি কাজ সম্পন্ন করতে ধর্ম মন্ত্রনালয়সহ এলাকার বিত্তবানদের সহযোগিতা চেয়েছেন মসজিদ কমিটি। মসজিদের ইমাম মো: ওমর ফারুক ভূঁইয়া ও ক্যাশিয়ার আলহাজ্ব মো: সাদেক মুন্সি জানান, এটি একটি পুরোনো ঐতিহ্যবাহী মসজিদ। এ মসজিদের বর্তমান সভাপতি আলহাজ্ব আব্দুল হামিদ মাষ্টার, সাধারন সম্পাদক বীর মুক্তিযোদ্ধা ওয়ালি উল্যাহ সরকার ও বিতারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাসির উদ্দিন মাষ্টারের প্রচেষ্টায় নতুন মিনারের কাজ শুরু হয়েছে। আমরা এলাকাবাসী সুন্দর এ মিনারের কাজ শুরু করায় তাদের ধন্যবাদ জানাই।
মসজিদের সাধারন সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মো: ওয়ালি উল্যাহ সরকার বলেন, ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধে দেশ স্বাধীন করেছি। বর্তমানে চাওয়া পাওয়ার কিছু নেই। শেষ বয়সে নিজ গ্রামের মসজিদের একটি সুন্দর মিনার স্থাপন করতে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ সকলের সার্বিক সহযোগিতা কামনা করছি। কেউ সহযোগিতা করতে চাইলে বীর মু্িক্তযোদ্ধা ওয়ালি উল্যাহ সরকারের ০১৮১৮-৬১৯৬৫২ নাম্বারে যোগাযোগ করতে অনুরোধ করা হয়েছে।
প্রতিবেদক: জিসান আহমেদ নান্নু,১৬ মার্চ ২০২৪
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur