Home / আন্তর্জাতিক / দক্ষিণ এশীয় অঞ্চলে শক্তিশালী ভূমিকম্প : ১৫০ ছুঁয়েছে প্রাণহানি
দক্ষিণ এশীয় অঞ্চলে শক্তিশালী ভূমিকম্প : ১৫০ ছুঁয়েছে প্রাণহানি

দক্ষিণ এশীয় অঞ্চলে শক্তিশালী ভূমিকম্প : ১৫০ ছুঁয়েছে প্রাণহানি

দক্ষিণ এশীয় অঞ্চলে শক্তিশালী ভূমিকম্পের আঘাতে ব্যাপক প্রাণহানির আশঙ্কা করা হচ্ছে। এখন পর্যন্ত পাকিস্তানে ৫১ জন এবং আফগানিস্তানে ১৯ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। সব মিলিয়ে নিহতের সংখ্যা একশ ছাড়িয়ে গেছে বলে জানা যাচ্ছে। এর মধ্যে আফগানিস্তানে একটি স্কুলে পদদলিত হয়ে ১২ শিশু নিহত হয়েছে।

ভূমিকম্পটির রিখটার স্কেলে মাত্রা ৭ দশমিক ৭। যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা জানিয়েছে, এর উৎপত্তিস্থল আফগানিস্তানের হিন্দুকুশ পার্বত্যাঞ্চলে। ভূমিকম্পের মূল প্রভাব পড়েছে উত্তর আফগানিস্তান, পাকিস্তানের বিস্তৃত অঞ্চল এবং উত্তর ভারতে।

আফগানিস্তানের রাজধানী কাবুল থেকে লোকজনকে বাসভবন থেকে সরিয়ে নেয়া হচ্ছে। পুরো এলাকায় যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যাওয়ায় হতাহত ও ক্ষয়ক্ষতির খবর তাৎক্ষণিকভাবে জানা যাচ্ছে না।

চাঁদপুর টাইমস নিউজ ডেস্ক || আপডেট: ০৯:২২ পিএম,২৬ অক্টোবর ২০১৫, সোমবার

 এমআরআর