আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ২০২৬ সামনে রেখে ভোটারদের মধ্যে গণভোট ও ভোট প্রদানের নিয়মকানুন সম্পর্কে সচেতনতা বাড়াতে চাঁদপুরের হাইমচর উপজেলার ৩নং দক্ষিণ আলগী ইউনিয়ন পরিষদে এক প্রচারনামূলক উঠান বৈঠক ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। হাইমচর উপজেলা মৎস্য কর্মকর্তার আয়োজনে অনুষ্ঠিত এ সভায় স্থানীয় জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ লক্ষ্য করা যায়।
অনুষ্ঠানে ৩নং দক্ষিণ আলগী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সরদার আব্দুল জলিল মাস্টারের সভাপতিত্বে এবং ইউপি সচিব বিল্লাল হোসেনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাইমচর উপজেলা সহকারী মৎস্য ও ট্যাগ অফিসার মাহবুবুর রশিদ। তিনি তাঁর বক্তব্যে বলেন, গণভোট ও নির্বাচন একটি রাষ্ট্রের গণতান্ত্রিক ব্যবস্থার গুরুত্বপূর্ণ অংশ। সঠিক নিয়ম মেনে ভোট প্রদান করলে নির্বাচন হবে অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য।
আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাইমচর উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সার্জিয়া আফরিন। তিনি বলেন, নারী ভোটারদের সক্রিয় অংশগ্রহণ ছাড়া গণতন্ত্র পূর্ণতা পায় না। ভোট প্রদানের নিয়ম সম্পর্কে সচেতনতা নারীদের আত্মবিশ্বাস বাড়ায়। এ সময় তিনি ভোটের গোপনীয়তা রক্ষা ও গুজব থেকে সতর্ক থাকার আহ্বান জানান।
সভায় আরও উপস্থিত ছিলেন হাইমচর উপজেলা মহিলা বিষয়ক কার্যালয়ের কর্মকর্তা নুরজাহান রেখা আক্তার। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিডি মেঘনা নিউজ ২৪-এর সম্পাদক এস এম পারভেজ, চাঁদপুর সময় পত্রিকার হাইমচর উপজেলা প্রতিনিধি মোঃ আলমগীর হোসেন আসিফসহ স্থানীয় জনপ্রতিনিধি, সাংবাদিক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ। উঠান বৈঠকে অংশগ্রহণকারীরা গণভোটের পদ্ধতি, ভোটার হিসেবে করণীয় ও ভোটের গোপনীয়তা নিয়ে নানা প্রশ্ন উত্থাপন করেন। বক্তারা সহজ ভাষায় ভোট প্রদানের ধাপগুলো ব্যাখ্যা করেন। যা উপস্থিত ভোটারদের মাঝে স্পষ্ট ধারণা ও সচেতনতা সৃষ্টি করে।সভা শেষে আয়োজকরা জানান, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ইউনিয়নের বিভিন্ন এলাকায় ধারাবাহিকভাবে এ ধরনের সচেতনতামূলক কর্মসূচি চালু থাকবে। এতে ভোটারদের গণতান্ত্রিক চেতনা আরও সুদৃঢ় হবে এবং একটি শান্তিপূর্ণ ও অংশগ্রহণমূলক নির্বাচন নিশ্চিত করতে সহায়ক ভূমিকা রাখবে বলে আয়োজকরা আশাবাদ ব্যক্ত করেন।
প্রতিবেদক: আলমগীর হোসেন (আসিফ)
২২ জানুয়ারি ২০২৬
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur