করোনা ভাইরাস আতঙ্কে পেশাদার ও অপেশাদার সকল ক্রিকেট আগামী ৬০ দিনের জন্য বন্ধ ঘোষণা করল ক্রিকেট দক্ষিণ আফ্রিকা। দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট সিরিল রামাফোসা গত রোববার নিজ দেশকে দুর্যোগের সময় আখ্যা দেওয়ার পরেই এই ঘোষণা আসে।
রামাফোস ঝুঁকিপূর্ণ জায়গাগুলোতে ভ্রমণের ওপর নিষেধাজ্ঞা দিয়েছেন। এছাড়া এক জায়গায় ১০০ জনের বেশি জমায়েত হওয়ারও নির্দেশনা দিয়েছেন। এর ফলে দেশটিতে শুধু ক্রিকেটই নয় প্রিমিয়ার সকার লিগ, সুপার রাগবি ও দুটি ম্যারাথনও স্থগিত হলো।
এমন নিষেধাজ্ঞার ফলে এই সপ্তাহে হতে যাওয়া দেশের দুটি ফ্র্যাঞ্চাইজি ওয়ানডে কাপের সেমিফাইনাল ও ফাইনাল আপাতত আর মাঠে গড়ালো না। এছাড়া প্রথম শ্রেণির ক্রিকেটে শেষ দুই রাউন্ডও বাদ পড়ল।
খেলাধুলা ডেস্ক,১৭ মার্চ ২০২০
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur