চাঁদপুর জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উদ্যোগে ২১ মে বৃহস্পতিবার জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক একে এম দিদারুল আলমের নেতৃত্বে চাঁদপুর সদর উপজেলার চাঁনখার বাজার এলাকায় কুমিল্লা হতে চাঁদপুর গামী রাস্তায় চেকপোস্ট বসিয়ে অভিযান পরিচালনা করা হয়।
সূত্রে জানা যায় বর্তমানে দেশের ভয়াবহ করোনা পরিস্থিতিতে কেউ যেন মাদকের বিস্তার ও চোরাচালান সরবরাহ করতে না পারে সে জন্য চাঁদপুরগামী ট্রাক, সিএনজি, মোটর সাইকেলসহ অন্যান্য সন্দেহাতীত গাড়িগুলো ব্যাপক তল্লাশী করা হয়।
জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক একে এম দিদারুল আলম জানান, ‘আজকের অভিযানে কোন মাদকদ্রব্য উদ্ধার ও কাউকে আটক করা সম্ভব হয়নি। চাঁদপুর কে মাদক মুক্ত করতে এ অভিযান অব্যাহত থাকবে।’
প্রতিবেদক : আনোয়ারুল হক, ২১ মে ২০২০
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur