Home / সম্পাদকীয় / থ্যালাসেমিয়া রোগ সম্পর্কে সচেতনতা জরুরি

থ্যালাসেমিয়া রোগ সম্পর্কে সচেতনতা জরুরি

থ্যালাসেমিয়া একটি রক্তস্বল্পতাজনিত বংশগত একটি রোগ । আমাদের দেশে বর্তমানে থ্যালাসেমিয়া রোগের সংখ্যা প্রায় ৬০ হাজার ।

প্রতি বছর আমাদের দেশে রক্তের চাহিদা ৬ থেকে ৭ লাখ। চাহিদার এক-তৃতীয়াংশ মাত্র ও প্রক্ত ব্যবহার হচ্ছে। প্রতিবছর স্বেচ্ছাসেবকদের কাছ থেকে রক্তের চাহিদার ৩০% পাওয়া যায় । বাকি রক্ত আসে নিজ নিজ আত্মীয়স্বজনদের কাছ থেকে ।

বিশ্বস্বাস্থ্য সংস্থার তথ্য মতে , প্রতি একশ’ মানুষের মধ্যে যদি একজন রক্তদান করে তাহলে এ চাহিদা পূরণ সম্ভব ।

৮ মে ছিল বিশ্ব থ্যালাসেমিয়া দিবস। চাঁদপুরে এ বিষয়ে কোনো কর্মসূচি ছিল কিনা জানা যায় নি। বিশ্বে প্রায় থ্যালাসেমিয়ার বাহক সংখ্যা ২শ’ ৫০ মিলিয়ন ।

বাংলাদেশের প্রায় ১২% মানুষই থ্যালাসেমিয়া রোগের বাহক। বর্তমানে ৩০ হাজারের বেশি শিশু এ রোগে ভুগছে। প্রতিবছর গড়ে ৭ হাজারেরও বেশি শিশু এ ঘাতক ব্যাধি নিয়ে জন্মগ্রহণ করে।

এ রোগের লক্ষণ গুলি হলো – দুর্বলতা, অবসাদ অনুভব , অস্বস্তি বোধ, মুখমন্ডল ফেকাসে, প্লীহা বড় হয়ে যাওয়া , শ্বাসকষ্ঠ, গাঢ় রক্তের প্রশ্রাব হওয়া , ত্বক হলদে হয়ে যাওয়া,মুখের হাড়ের বিকৃতি , পেট বাহিরের দিক প্রসারিত হওয়া , আয়রন , সংক্রমণ ও স্বাভাবিক অস্থি সমস্যায় ভুগে থাকে ।

তাই বিষয়টি গুরুত্বসহকারে বিবেচনা করা প্রয়োজন ।

সম্পাদকীয় : আপডেট ০৮:৫০ পিএম, ০৯ মে ২০১৬, সোমবার
ডিএইচ