থানায় এসে কেউ যেন সেবা বঞ্চিত হয়ে ফিরে না যায় : এএসপি

চাঁদপুরের মতলব দক্ষিণ থানা পুলিশের আয়োজনে শনিবার (৩০ নভেম্বর)  বিকেলে ওপেন হাউজ ডে অনুষ্ঠিত হয়। থানার অফিসার ইনচার্জ সালেহ আহম্মেদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন চাঁদপুরের অতিরিক্ত পুলিশ সুপার সুদীপ্ত রায়।

তিনি বলেন, থানায়  এসে যেন কেউ সেবা বঞ্চিত হয়ে ফিরে না যায়। অপরাধ নিয়ন্ত্রণে সাধারণ মানুষকে সম্পৃক্ত করতে থানায় থানায় ওপেন হাউস ডে অর্থাৎ উন্মুক্ত  আলোচনার কার্যক্রম চালু করা হয়।

তিনি আরো বলেন,এলাকার পরিবেশ শান্ত রাখতে অপরাধ নিয়ন্ত্রণে পুলিশ জনতা এক হয়ে কাজ করতে হবে। চাঁদাবাজি, সন্ত্রাসী, মাদক কারবারিসহ কোথাও কোন অপরাধ সংগঠিত হওয়ার আগেই আমাদের নজরে আনতে হবে।ওপেন হাউস ডে চালুর অন্যতম লক্ষ্য হলো  বিভিন্ন ধরনের অপরাধ নিয়ন্ত্রণে এলাকার মানুষের সঙ্গে পুলিশের এক হয়ে কাজ করা।

উম্মক্ত আলোচনায় অধিকাংশ বক্তারা বলেন,বিগতত সময়ে  ক্ষমতাসীন আওয়ামী লীগ এবং এর সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনের নেতা-কর্মী ও সমর্থকেরা প্রাধান্য পেতো। কাগজে-কলমে সীমাবদ্ধ হয়ে পড়ে ওপেন হাউস ডে। সভা হলেও সমস্যার সমাধান তেমন হতো না। ভুক্তভোগীরা তাদের সমস্যার কথা তুলে ধরতে পারতো না। এ বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার সুদীপ্ত রায় বলেন, অতীতে যা কিছু হয়েছে  তা আর কখনো পুনরাবৃত্তি হবেনা।দিনমজুর থেকে শুরু করে সর্বোচ্চ পর্যায়ের মানুষ থানায় এসে সবধরনের  সেবা পাবে। 

ওপেন হাউজ ডে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী পুলিশ সুপার ( মতলব সার্কেল) খায়রুল কবির।

উম্মক্ত আলোচনায় বক্তব্য রাখেন মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সভাপতি ও উপজেলা কমিউনিটি পুলিশের সভাপতি সাবেক মেয়র এনামুল হক বাদল, উপজেলা জামায়াতের আমীর ও কমিউনিটি পুলিশের সাধারণ সম্পাদক আব্দুর রশিদ পাটোয়ারী,মতলব শ্রী্শ্রী জগন্নাথ দেব মন্দিরের সভাপতি শংকর রাও নাগ, মতলব  পৌর বিএনপির সভাপতি শোয়েব আহমেদ সরকার,উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ সফিকুল ইসলাম সাগর, মতলব পৌর বিএনপির সাধারণ সম্পাদক  মোঃ জাকির হোসেন প্রধান ( ভিপি জাকির), পৌর বিএনপির সাবেক  সিনিয়র যুগ্ম আহবায়ক  ও মতলব পৌরসভার সাবেক প্যানেল চেয়ারম্যান মোঃ  শাহ গিয়াস,উপাদী উত্তর ইউনিয়ন বিএনপির সভাপতি বিল্লাল হোসেন খান, উপজেলা যুবদলের আহবায়ক মুজাহিদুল ইসলাম কিরন, পৌর যুবদলের সভাপতি ও মতলব বাজার বনিক ও জনকল্যাণ সমিতির সহ সভাপতি  মজিবুর রহমান সরকার, উপজেলা হিন্দুু বৌদ্ধ খৃষ্টান ঐক্য পরিষদের সভাপতি গনেশ ভৌমিক মতলব  দক্ষিণ উপজেলা সাংবাদিক অধিকার ও কল্যাণ পরিষদের সিনিয়র যুগ্ম মহাসচিব  রেদওয়ান আহমেদ জাকির, ডিউড্রপ ইন্টারন্যাশনাল স্কুলের পরিচালক সাংবাদিক  সাইদুল আরেফিন শ্যামল, সাংবাবিক ইদ্রিস খান প্রমুখ।

প্রতিবেদক: মাহফুজ মল্লিক,১ ডিসেম্বর ২০২৪

Share