বৃষ্টি হবো ভেজাও যদি,
তোমার গায়ের শাড়ি।
তোমায় নিয়ে দেবো আমি,
সাত-সমুদ্র পাড়ি ।
কোকিল হবো, যদি শোন,
আমার মিষ্টি ডাক।
আপন ভেবে বাড়িয়ে দাও,
তোমার দুটি হাত।
অঝোর ঝরা ঝর্ণা হবো,
দেখতে যদি চাও।
আমি তোমার আপন ভেবে
সঙ্গী করে নাও।
বেলী ফুলের মালা হবো,
খোঁপায় যদি বাঁধো
মুছে দেবো চোখের পানি,
যদি তুমি কাঁদো।
আঁধার রাতে জোনাক হবো।
দিতে তোমায় আলো।
তোমার কাছে এই মিনতি
আমায় বাসো ভালো ।
শরিফুল ইসলাম (নাঈম), কচুয়া, চাঁদপুর।
আপডেট: বাংলাদেশ সময় ০২:৫৪ অপরাহ্ণ, ২০ জুন ২০১৫, শনিবার
চাঁদপুর টাইমস : এমআরআর/২০১৫
চাঁদপুর টাইমস ডট কম-এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।