জাতীয়

তোমরাই হবে আগামি দিনের নেতা : ছাত্রলীগেকে প্রধানমন্ত্রী

ছাত্রলীগকর্মীদের উদ্দেশে আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, মনে যেন কোন দৈন্যতা না থাকে। আদর্শবান মানুষ হিসেবে গড়ে উঠতে হবে। কারণ মনে রাখতে হবে তোমরাই হবে আগামী দিনের নেতা। দেশের পরিচালক। আমরা কোনো দুর্বৃত্তায়ন দেখতে চাই না, সন্ত্রাস চাই না। মনে রাখতে হবে বঙ্গবন্ধুর হাতে গড়া এই সংগঠন। এই সংগঠনের মর্যাদা অক্ষুণ্ন রাখতে হবে।

বুধবার(২৬ অক্টোবর)বিকেলে গণভবনে ছাত্রলীগের সঙ্গে মতবিনিময় সভায় প্রধানমন্ত্রী এসব কথা বলেন।

ছাত্রলীগের উদ্দেশ্যে শেখ হাসিনা আরও বলেন, মানুষের অনুভূতিতে কষ্ট দেয় এমন কাজ করা যাবে না। কেবল মানে রাখতে মানুষের জন্য কতটুকু কাজ করতে পারলাম। শিক্ষা শান্তি ও প্রগতির পথে থেকে মানুষের জন্য কাজ করতে হবে।

প্রধানমন্ত্রী বলেন, শুধু বক্তৃতা দিলে হবে না। সত্যিকারভাবে কাজ করতে হবে। দেখতে হবে ছাত্রলীগের কেউ বিপথগামী হচ্ছে কি না। কোন মানুষ না খেয়ে থাকছে কী না, ভূমিহীন কি না, নিরক্ষর আছে কি না। যদি এরকম থাকে তবে তাদের তালিকা করতে হবে। মনে রাখবে বঙ্গবন্ধুর বাংলাদেশে এই সমস্যা থাকবে না। কেউ না খেয়ে থাকবে না।

নিউজ ডেস্ক ।। আপডটে, বাংলাদশে সময় ০৯:৪২ পিএম, ২৬ অক্টোবর ২০১৬ বুধবার
এইউ

Share