মা তার সন্তানকে কতোটা ভালোবাসেন কিংবা মায়ের প্রতি সন্তানের ভালোবাসা কতো থাকে তা মাপতে যায় কে! এই ভালোবাসা অর্থাৎ বন্ধন থাকে অব্যক্ত। এমন ভাবনা নিয়ে তৈরি হলো স্বল্পদৈর্ঘ্য ভিডিও ‘মা’।
এতে নাম ভূমিকায় অভিনয় করেছেন খালেদা আক্তার কল্পনা। তার পুত্রের চরিত্রে আছেন চিত্রনায়ক ইমন। ভালোবাসা দিবসকে সামনে রেখে সাধারণ দর্শকের পাঠানো গল্প নিয়ে বেশ কয়েকটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র নির্মাণের উদ্যোগ নিয়েছে প্রাণ ফ্রুটো। এ আয়োজনের নাম ‘প্রাণ ফ্রুটো লাভ এক্সপ্রেস ২’। এগুলোরই একটি হলো ‘মা’।
‘মা’ পরিচালনা করেছেন মুহাম্মদ মোস্তফা কামাল রাজ। অব্যক্ত ভালোবাসার বিষয়বস্তু নিয়ে ‘ডায়েরি’ (ইরেশ যাকের, পিয়া বিপাশা) এবং ‘বন্ধু’ (মিশু সাব্বির ও আজমেরী আশা) নামের আরও দুটি স্বল্পদৈর্ঘ্য ভিডিও বানিয়েছেন তিনি। আরটিভিতে আগামী ১৪ ফেব্রুয়ারি সন্ধ্যা সাতটা ৪০ মিনিটে প্রচার হবে পাঁচ মিনিট ব্যাপ্তির ছবিগুলো।
নিউজ ডেস্ক
: আপডেট, বাংলাদেশ সময় ১০০: ৩০ এএম, ৩০ জানুয়ারি ২০১৭, সোমবার
ডিএইচ
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur