গত কয়েক সপ্তাহ ধরে দেশের বাজারে ভোজ্যতেলের দাম ঊর্ধ্বমুখী। গুরুত্বপূর্ণ এ নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণে আনতে নানামুখী পদক্ষেপ নিচ্ছে সরকার। তারপরও কোনো কাজ হচ্ছে না। এ অবস্থায় বিদেশ থেকে দু’টি জাহাজে করে চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে এসেছে ২৯ হাজার টন অপরিশোধিত সয়াবিন তেল।
এছাড়া আরও ৪৩ হাজার টন সয়াবিন তেল নিয়ে আগামি শনিবার আরেকটি জাহাজ চট্টগ্রাম বন্দরে আসার কথা রয়েছে।
চট্টগ্রাম বন্দরের সচিব মো.ওমর ফারুক ঢাকা পোস্টকে বলেন, ‘দেশে নিয়মিত তেলবাহী জাহাজ আসছে। তেল নিয়ে সর্বশেষ ১১ ও ১২ মার্চ দু’টি জাহাজ চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে এসে পৌঁছেছে।
এসব জাহাজে ২৯ হাজার টন সয়াবিন তেল আছে। ওই দু’টি জাহাজ থেকে তেল খালাস প্রক্রিয়া শুরু হয়েছে।’
বন্দরের কর্মকর্তারা জানিয়েছেন, ১১ মার্চ ‘এমটি লুকাস’নামে একটি মাদার ট্যাংকার এনেছে ১২ হাজার টন অপরিশোধিত সয়াবিন। এর মধ্যে টিকে গ্রুপের শবনম ভেজিটেবল অয়েল এনেছে ৪ হাজার টন,আর সুপার অয়েল রিফাইনারি এনেছে ৮ হাজার টন।
এছাড়া ১২ মার্চ বহির্নোঙরে আসা ‘এমটি প্যাসিফিক রুবি’তে এসেছে ১৭ হাজার টন অপরিশোধিত সয়াবিন তেল। এর মধ্যে রয়েছে মেঘনা এডিবল অয়েল রিফাইনারির ৭ হাজার টন সিটি এডিবল অয়েলের ১০ হাজার টন।
এছাড়া ৪২ হাজার টন সয়াবিন তেল নিয়ে আরেকটি জাহাজ শনিবার চট্টগ্রাম বন্দরের আউটারে আসার কথা রয়েছে।
চট্টগ্রাম বন্দর ও আমদানিকারক সূত্রে জানা গেছে, জাহাজ থেকে খালাস করে এসব তেল প্রথমে রাখা হবে পতেঙ্গার ট্যাংক টার্মিনালে।
এরপর সেখান থেকে শুল্ক কর পরিশোধ করে সংশ্লিষ্ট প্রতিষ্ঠান তাদের কারখানায় পরিশোধন করবে। এরপর সব প্রক্রিয়া শেষ করে বাজারে ছাড়া হবে তেল।
১৬ মার্চ ২০২২
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur