সফররত সৌদি পররাষ্ট্রমন্ত্রী ফয়সাল বিন ফাহান আল সৌদ বলেছেন, ‘জ্বালানি তেলের আন্তর্জাতিক বাজার স্থিতিশীল রাখতে প্রয়োজনীয় সব উদ্যোগ নেবে সৌদি আরব। বাংলাদেশে তেল সরবরাহ বাধাগ্রস্ত হবে না।’
বুধবার ১৬ মার্চ রাজধানীর একটি হোটেলে পররাষ্ট্রমন্ত্রী ড.একে আব্দুল মোমেনের সঙ্গে দ্বিপক্ষীয় রাজনৈতিক আলোচনা শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি এ কথা বলেন।
এদিন সকাল ১০টা ৪৫ মিনিটে ঢাকা ও রিয়াদের মধ্যে দ্বিপক্ষীয় এ আলোচনা শুরু হয়।
সৌদি পররাষ্ট্রমন্ত্রী বলেন,‘আমি যা বলতে পারি,তা হলো আমরা একটি স্থিতিশীল তেলের বাজারের জন্য প্রতিশ্রুতিবদ্ধ। বিশ্বে তেল সরবরাহের বিষয়ে কোনো উদ্বেগ নেই।’
প্রায় ঘণ্টাব্যাপি বৈঠকের পর শুল্ক খাতে সহযোগিতা বাড়াতে চুক্তি এবং বাংলাদেশের ফরেন সার্ভিস একাডেমি ও বাদশা ফয়সাল ইনস্টিটিউটের মধ্যে সহযোগিতা স্মারক সই করেছে বাংলাদেশ ও সৌদি আরব।
পররাষ্ট্রমন্ত্রী ড.মোমেনের আমন্ত্রণে দু’দিনের সফরে ১৫ মার্চ সন্ধ্যায় ঢাকায় আসেন সৌদি পররাষ্ট্রমন্ত্রী। বুধবার দুপুরের পর তার ঢাকা ত্যাগ করার কথা রয়েছে।
১৬ মার্চ ২০২২
এজি
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur