তৈলাক্ত ত্বকে ব্রণের সমস্যা বেশি হয়। ত্বক অতিরিক্ত তেলতেলে হওয়ার কারণে লোমকূপের মুখে ময়লা-জীবাণু আটকে থাকে।
আর মরা কোষ দূর না হওয়ার কারণে ত্বকে ব্লাকহেডসের পরিমাণও বেড়ে যায়। এ ক্ষেত্রে নিয়মিত গরম পানির মধ্যে তুলসি পাতা দিয়ে স্টিম নিলে ত্বকের লোমকূপের মুখ খুলে যাবে।
এর ফলে ত্বকের মরা কোষ ও ব্রণের জীবাণু ধ্বংস হবে। আর এর কোনো পার্শ্বপ্রতিক্রিয়াও নেই।
কীভাবে তৈলাক্ত ত্বকে তুলসি পাতা দিয়ে স্টিম দিবেন সে বিষয়ে পরামর্শ দেওয়া হয়েছে জীবনধারাবিষয়ক ভারতীয় ওয়েবসাইট বোল্ডস্কাইয়ের লাইফস্টাইল বিভাগে।
যা যা লাগবে
বড় এক বাটি গরম পানি, কয়েক ফোঁটা টি ট্রি অয়েল, পাঁচ-ছয়টি তুলসি পাতা ও একটি পরিষ্কার তোয়ালে।
যেভাবে ব্যবহার করবেন
প্রথমে গরম পানির মধ্যে টি ট্রি অয়েল ও তুলসি পাতা দিন। এবার একটি তোয়ালে দিয়ে মাথা ঢেকে এই গরম পানির ওপর ১০ থেকে ১৫ মিনিট স্টিম নিন। এবার মুখ তুলে কিছুক্ষণ অপেক্ষা করুন। গরম ভাপের এই পানি ত্বকের আর্দ্রতা ধরে রাখতে সাহায্য করবে এবং ব্রণের জীবাণু ধ্বংস করবে।
পরামর্শ
১. গরম পানির ভাপ দেওয়ার সময় খেয়াল করবেন পানি যেন বেশি গরম না হয়।
২. স্টিম দেওয়া শেষ হলে কিছুক্ষণ পর এক টুকরা বরফ পুরো মুখে ঘষে নিন।
৩. ভালো ফল পেতে সপ্তাহে অনন্ত তিন-চারবার এভাবে মুখে স্টিম দিন।
লাইফস্টাইল : আপডেট ৮:২৮ পিএম, ২৮ মে ২০১৬, শনিবার
এইউ